হাওয়া ম্যা উড়তা গানটা দাও। ওই টা বাকের ভায়ের হিট গান । আমি IELTS করতে চাচ্ছি । ইচ্ছা মূলত বিলেতে (অষ্ট্রেলিয়া) গিয়ে পোষ্ট গ্রাজুয়েট করা ।
কিন্তু আমি ইংরেজীতে খুব কাচা ।
কোথা থেকে IELTS কোচিং করলে ভালো হবে । অনেকে বলে নিজে নিজে বই কিনে পড়েও নাকি ভালো স্কোর করা যায় ।
কিন্তু আমি এই ব্যাপারগুলো নিয়ে Confused । কেউ যদি ভালো কিছু জানেন আমাকে পথ দেখান ।
আমার রেজাল্ট খুব আহামরি কিছু হবে না ।
টেনে টুনে সেকেন্ড ক্লাশ পেতে পারি ।
ন্যাশনাল য়্যুনিভার্সিটি থেকে অর্নাস Complete করেছি মাত্র ।
অর্নাসের রেজাল্টের জন্য কি Higher Education এ সমস্যা বা ব্যাঘাত ঘটতে পারে ?
কেই জানলে জানাবেন । খুবই উপকার হবে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।