আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির কাছে এক জোড়া চিঠি

মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর ! ০১. প্রথম চিঠি প্রিয়তমা বৃষ্টি, পত্রের শুরুতে একরাশ রঙ্গন ফুলের ভালোবাসা নিও। জানো তো তোমাকে নিয়ে একটা কবিতা লেখার ইচ্ছে আমার অনেক দিনের।

কিন্তু আমি তো ভালো কবিতা লিখতে পারি না। আর তোমাকে নিয়ে ছাইপাশ লিখতেও চাই না। তাই ভয় করে আর তোমাকে নিয়ে আমার লিখা হয়ে ওঠে না। কিন্তু তোমাকে দেখলেই আমার শুধু লিখতে ইচ্ছে করে। এই সেদিনও একটি চিঠি অর্ধ সমাপ্ত লিখে রেখে দিয়েছি।

আজও পোস্ট করা হয় নি। তোমার পরশ নেবার বড় ইচ্ছে ছিল। কিন্তু তোমার ঠাণ্ডা শরীর স্পর্শ করার সাহস আমার এখন নেই। পরে কোন একদিন সময় করে তোমার স্পর্শ নিবো। ভালো থেকো।

আমার সাথে দেখা করো। তোমার অপেক্ষায় রইলাম। ইতি, তোমার আরমান। ০২. দ্বিতীয় চিঠি প্রিয়তমা বৃষ্টি, পত্রের শুরুতে এক গুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা নিও। তোমার ফিরে আসার জন্য একটা ধন্যবাদ তোমার প্রাপ্য।

না বললে হবে না। ধন্যবাদ তোমাকে নিতেই হবে। জানো তো সবাই কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারে না কিংবা এমনিই রাখে না। সবাই বলে প্রমিজ করা হয় তা ভেঙ্গে ফেলার জন্য ! তাই হয়তো ! দেখোতো কি বলতে কি বলে ফেলছি। আমার মাথাটাই না আজকাল এমন হয়ে গেছে।

কখন যে কি বলি তা নিজেই বুঝি না। যাই হোক তোমার ফিরে আসা আমাকে কতোটা আপ্লুত করেছে তা বলে বোঝাতে পারবো না। আগেরবার বলেছিলাম যে তুমি এরপর আসলে তোমাকে স্পর্শ করবো। তাই আজ তোমাকে স্পর্শ করেছি। তুমি আমি মিলেমিশে একাকার হয়েছি।

তোমার শীতল স্পর্শে আজ আমি পবিত্র হয়েছি। ধুয়ে গেছে আমার মাঝের সমস্ত পাপ, দুঃখ, কষ্ট সব। সবকিছু ধুয়ে মুছে একাকার হয়ে গেছে আজ। তুমি কি জানো আমার কেমন অনুভূত হয়েছে? খানিকটা নিরমলেন্দু গুনের মতোই আমার অনুভূতি- শুধু তোমাকে একবার ছোঁব, ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন। শুধু তোমাকে একবার ছোঁব, অহংকারে মুছে যাবে সকল দীনতা।

শুধু তোমাকে একবার ছোঁব, স্পর্শসুখে লিখা হবে অজস্র কবিতা। শুধু তোমাকে একবার ছোঁব, শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ। শুধু তোমাকে একবার ছোঁব, অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়। শুধু তোমাকে একবার ছোঁব, তারপর হব ইতিহাস। আজ তোমাকে স্পর্শ করে আমি হয়ে গিয়েছি ইতিহাস ! তোমার এ ঋণ আমি কখনো শোধ করতে পারবো না।

শুধু ভালোবাসা ছাড়া আমার আর কিছুই দেবার নেই তোমায়। ভালো থেকো। ভালোবাসা নিও। ইতি, তোমারই আরমান।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।