আমাদের কথা খুঁজে নিন

   

কৃত্রিমভাবে বাবা-মা হলেন আমির-কিরণ

দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার কেষ্ট কৃত্রিম পদ্ধতিতে বাবা-মা হলেন বলিউড অভিনেতা আমির খান ও কিরণ রাও দম্পতি। ফুটফুটে পুত্র সন্তান আসলো আমির আর কিরণের সংসারে। খবর টাইমস অব ইন্ডিয়ার। আইভিএফ অর্থাৎ ইন ভিটরো ফার্টিলাইজেশনের মাধ্যমে কৃত্রিম পদ্ধতি গ্রহণ করেছেন আমির কিরণ দম্পতি। এই পদ্ধতি বাবা এবং মায়ের শুক্রাণু নিয়ে গবেষণাগারে তা এক করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা অন্য কোনো নারীর দেহে প্রয়োগ করা হয়।

এরপর ওই নারী সন্তান প্রত্যাশী বাবা-মার সন্তানকে নিজ গর্ভে ধারণ করেন। নির্দিষ্ট সময়ে সন্তান ভূমিষ্ট হয়। আর ওই শিশুকে নিয়ে যান সন্তানপ্রত্যাশী বাবা-মা। আর এই আইভিএফ পদ্ধতির কারণেই কেউ এত দিন জানতে পারেনি যে নতুন অতিথি আসছে পারফেকশনিস্ট খান পরিবারে। এর আগে একবার কিরণের মা হবার খবর আমির খুব আনন্দের সঙ্গে জানিয়েছিল।

সেবার গর্ভপাত হয়ে যায় কিরণের। এরপরই চিকিৎসকরা জানান, শারিরীক কিছু সমস্যার কারণে কিরণের পক্ষে নিজ গর্ভে সন্তানধারণ সম্ভব নয়। তাই অন্যের গর্ভ ভাড়া করে তবেই মাতৃত্বে সুখ পেতে পারবেন কিরণ। এরপর থেকেই গোপনে চলতে থাকে সন্তানের জন্য আমির দম্পতির অপেক্ষা। অবশেষে ডিসেম্বরের ১ তারিখে সব অপেক্ষার অবসান ঘটিয়ে আমির-কিরণের প্রথম সন্তান পৃথিবীতে আসলো।

এখনো আমির আনুষ্ঠানিকভাবে খবরটি মিডিয়াতে না জানালেও, তার ঘনিষ্ঠ পারিবারিক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে এ ব্যাপারে নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভাড়া করা মা এবং নবজাতক সুস্থ আছে। মিডিয়ার চোখ ফাঁকি দিয়ে তাদের দেখতে কিরণ রাও ইতোমধ্যেই হাসপাতালে অবস্থান করছে। উল্লেখ্য, আমির-কিরণের সংসারে এটাই প্রথম সন্তান হলেও, আমির তৃতীয়বারের মতো বাবা হলেন। এর আগে জুনায়েদ খান এবং আইরা খান আমির-রিনা দত্ত দম্পতির সন্তান।

আমির বর্তমানে রানী মুখার্জি ও কারিনার বিপরীতে তার নতুন ছবি ‘তালাশ’ নিয়ে ব্যস্ত। তবে, নতুন অতিথির কারণে কিছুদিন কাজ থেকে ছুটি নিতে পারেন আমির, এমনটাও এখন শোনা যাচ্ছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।