সবটাই চাই। তুমি নয় খানিকটাই দিও,তাও না পারো তো-কিছুই চাইনা। তবুও সবটাই চাইতে চাই। চাইতে দিও..
আমার সো্নামনি শিথি গত ৬ই ডিসেম্ববার২০১০ এই পৃথিবীর আলো বাতাশে এসেছে। এসেই পরিবারের সবার কাজে ইনপটেন হয়ে গেছে।
না ঘুমিয়ে আর কান্না কাটি করে সবার উদবেগের কারনও হয়েছে। কি হলো এমন করে কেনো আমার মা বিভিন্ন দুয়া দরুদ পরে জার ফুক দেয় বাবাও মসজিদের ঈমাম সাবের কাজ থেকে পানি পরে আনে যেন তার নাতি ভাল থাকে।
কান্না কাটি তো থামলো কিন্তু আমার মতো নিশাচর প্রানিই হয়ে রয়লো মেয়ে আমার। প্রায় রাতেই বৌর মিস কল আসে ফনু ঘুরাতেই ঘুম কাতর বউ আমার বিরুকত্তির কণ্ঠে বলে, এই দেখো রাত ২টা বাজে এখনও তো্মার মেয়ে ঘুমায়তেছে না,ঘুমে আমার চোখ ভাঙ্গা নিতেছে, আবার সকালে উঠতে হবে ইত্যাদি অভিযোগ।
কি করে ?
ডিম লাইটের দিকে তাকায় থাকে,হাত পা নারায়তেছে কেমন যে করে না দেখলে বুজবে না।
আমিও টেলিফোনে অর আওয়াজ শুনতে পাই, পা পা তা তা দা দা বা বা ।
আমার ভিতর কেমন যেনো এক ভাল লাগা বয়ে যায়। মাঝে মাঝে খুসিতে চোখ ভরে আসে। আহা কবে যাবো বাড়ি জড়িয়ে বুকে নিবো আদর দেবো,চোখ রাঙাবো,পাখি দেখাবো,চাঁদ দেখাবো।
ভিশন আফছোছ হয় বাবার আদর আমি আমার মেয়েকে দিতে পারছিনা।
আমি অর চঞ্চলতা বেড়ে উঠা কিছুই দেখলাম না।
mg|http://media.somewhereinblog.net/images/thumbs/abusheth
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/abushethi_1321172231_6-285398_118102181620587_100002624160968_108063_7777132_n.jpg
আজ কাল শিথি হাটি হাটি পা পা করে হাঁটতে শিখছে,ছোট একটি বল নিয়ে নাকি দিন ভর খেলা করে। একাই ঘড় মাতিয়ে রাখে। ভীষণ হাসি খুশি আর চঞ্চল
আজ বাড়ি ফুন করে কান্নার আওয়াজ শুন্তে পাই,যানতে চাইলে মা বলে ফুনে নাকি আমার সাথে কথা বলবে। অকে দিতে বল্লে,ফুন কানে নিয়ে বলে, বাবা।
আজ আমার সোনামণি শিথির প্রথম জন্মদিন। আমি খুব মিস করছি। সকল পাঠক,বন্ধু বান্দবের কাছে দুয়া চাই, যেন শিথি আমার বড় হয়ে বুড়ি হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।