আমাদের কথা খুঁজে নিন

   

আমার সোনামনি



গতকাল প্রায় তিন বছর পর দাদুর ছবি দেখলাম। এত মন খারাপ হল দেখার পর দাদুকে,আমার দাদুটা কেমন করে এত বুড়িয়ে গেল। মা হারা আমি আমার দাদুর কোলেই মানুষ। দাদুই আমার সব,আমার পৃথিবী। আমার যদি জ্বর হত দাদুকে দেখতাম আমার মাথায় হাত দিয়ে বসে আছেন।

আমার খাওয়া হলে তবেই দাদু খেতে বসত। আমার সুখে দুঃখে সবসময় আমার দাদুকে আমি কাছে পেয়েছি। আর আজ আমার সোনামনিটা বয়সের ভারে নুয্য অথছ চেয়ে দেখা ছাড়া আমি আর কিছুই করতে পারছি না। কিভাবেই বা করব,আমি যে তার থেকে লক্ষ কোটি মাইল দূরে। ইচ্ছে হলেও তাকে ছুঁতে পারছি না।

কি ভাবে বোঝাব কত কষ্ট হচ্ছে আমার। আমার এই দুই চোখ যে শুধু তাকেই খোঁজে ফেরে। দাদু,দাদু গো তোমার ঋণ কখনও শোধ করতে পারব না,আর সেই স্পর্ধাও নাই আমার। ক্ষমা করো আমায় আমার এই অপারগতার জন্য। আমি ভাল লিখি না।

তারপরও মনে হল আমার কষ্টগুলো আপনাদের সাথে ভাগ করার। হয়তবা মনটা একটু হালকা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।