আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ : Cowboys & Aliens

সূত্র : http://ajairaa-pachal.blogspot.com/ Download the full movie: MKV Format; 799MB যদি এমন হয় যে JAMES BOND আর INDIANA JONES মিলে Alien এর বিরুদ্ধে যুদ্ধ করে ! তাও আবার WILD WILD WEST এ ? হা, ঠিক ধরেছেন, আমি Daniel Craig আর Harrison Ford অভিনিত "Cowboys & Aliens" ছবিটার কথাই বলছি । Camera Print আগেই ছিল কিন্তু Blu-Ray Rip জন্য অপেক্ষায় ছিলাম এই কয়েক মাস । After all, Craig আর Ford এর মত Actor যে মুভিতে আছে তা ভালো প্রিন্ট এ না দেখলে পুষায় না! ছবিটা এই মাত্র দেখে শেষ করলাম, এ বছরের মুক্তি প্রাপ্ত one of the big budget movie এর মধে এটা একটা । এটি হলো Western/ Action/ Sci-fi এর combination. কাজেই ভালো লাগার সব উপাদান ই এখানে আছে । তবে এত কিছু থাকা সরতেও আমার মনে হয়েছে something is not right. ছবির শুরু তে আপনাকে নিয়ে যাবে ১৮৭৩ সালে, যেখানে Daniel Craig নিজেকে আবিষ্কার করে মরুভূমির মাঝে, কোনো পূর্বের সৃতি ছাড়া, এমন কি তার নিজের নামও তার মনে নেই ।

শুরুতেই তাকে মুখোমুখি হতে হয় একদল দস্যুর, যেখানে অসাধারণ Hand to Hand Combat করে জুটিয়ে নেন পোশাক, জুত আর not but the least অস্র । এখান এ বলে রাখতে চাই এই action দৃশ টা আমার কাছে অসাধারণ লেগেছে । Specially যারা "Bourne" Series এর ভক্ত তাদের অবশই ভালো লাগার কথা । গল্প এগিয়ে চলে, সে আশ্রয় নিতে চেষ্টা করে Absolution নামক গ্রামে যেখানে শুধু চলে কর্নেল Woodrow Dolarhyde (Harrison Ford) এর শাসন । Percy (Ford এর ছেলে, আদর এর দুলাল !! ) তার বাবার ক্ষমতার দাপট দেখিয়ে বেড়ায় এবং একসময় দন্দে জরিয়ে যায় Craig এর সাথে ।

ফলাফল দুজনই গ্রেপ্তার । ওদিক এ Ford তার ছেলে কে উদ্ধার করতে এসে মুখ মুখী হয় এলিয়েনদের, যারা তার ছেলে সহ অনেক কে abduct করে নিয়ে যায় । অবশেষ এ Craig যাকে কিনা কেউ আশ্রয় দিতে চায়নি, সে হয়ে দাড়ায় সবার Protector ! কারণ একমাত্র ওরই আছে Plasma Power Gun , যা কিনা এলিয়েন দের বেরুধে একমত কার্যকর অস্র । Craig ও সারা দেয় কারণ ও নিতে চায় তার প্রেমিকার হত্যার প্রতিশোধ । ওদের সহাযয়তা করার জন্য এগিয়ে আসে গ্রাম এর সবাই, রেড ইন্ডিয়ানস ও মানুষ রুপি এলিয়েন Olivia Wilde. অবশেষ এ সবার সমবেত চেষ্টাতে ওরা এলিয়েনদের ঘাটি ধংশ করে আর উদ্ধার করে তাদের প্রিয়জনদের।

ভাবতে অবাক লাগে যে ১৬৩ মিলিয়ন ডলার বাজেট এবং Craig আর Ford এর মত শক্তিশালী অভিনেতা থাকা শর্তেও খুব একটা ব্যবসা সফল হতে পারেনি এই ছবি । এখন পর্যন্ত এর revenue মাত্র ১৭৪ মিলিয়ন যা কিনা এরকম একটা ছবি থেকে খুব এ অস্বাভাবিক। ওদিক এ Rotten Tomato তে Positive স্কোর করেছে মাত্র 44%. আমার মতে ছবি তা পুরোপুরি "Western" context এ যদি রাখা হত তবে আরো সফল হত, কারণ Sci-Fi Alien আর Classical Western background ঠিক মত click করেনি । Overall, আমার মতে এ ছবি কে ১০ এ ৫ দেয়া যেতে পারে । সূত্র : wikipedia.com, rottentomatoes.com , http://ajairaa-pachal.blogspot.com/  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.