আমাদের কথা খুঁজে নিন

   

মজার একটি ধাধা: পারলে করুন দেখি -২৩

গান গাই, আর মনরে বুঝাই কি মিয়া, কি অবস্থা? আমি আছি চরম মৌজে, এ মাসেই দেশে আসতেছি ইনশাল্লাহ যাউগ্গা, একটা সহজ ধাধা দিলাম, ঝটপট কইরা উত্তর টা লন দেহি। ধরে নিন, একটা সবজির আড়তে সব তাজা আলুর ওজন সমান[প্রতিটি ১০ গ্রাম], সব তাজা পেয়াজের ওজন সমান[প্রতিটি ৫ গ্রাম] এবং সব তাজা টমেটোর ওজনও সমান[প্রতিটি ৭ গ্রাম]। আপনি সেখান থেকে ১ টি আলু, ৩ টি টমেটো আর ৫ টি পেয়াজ কিনলেন । এর মাঝে কোনো একটির ভেতর পোকা আছে, তাই এটার ওজন তুলনামূলক ভাবে একই জাতের অন্য গুলোর চেয়ে কম। আপনাকে একটি দাড়িপাল্লা[কোনো বাটখারা দেই নাইক্কা ] দেয়া হলো। এটি কমপক্ষে কতবার এবং কিভাবে ব্যবহার করে আপনি ঐ পোকাওয়ালা সবজিটি বের করতে পারবেন? তাড়াতাড়ি করেন, নাইলে এই পোকা সহই খাইতে হইবো একটা সুন্দর গান শুনে যান  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.