আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের নয়া মিনিসটার

মিনিসটার সভার পরিবরতণন হয়েছে। আমাডের কিছু নতুন মিনিসটার এসেছেন আসুন দেখি তাদের কাজ কি হবে? যোগাযোগ মিনিসটার ''ওবায়দুল কাদের'' তার কাজ যোগাযোগ করা। তিনি নাকি যোগাযোগে নতুন বিপলব আনবেন। তবে বলা যায় তিনি ভাল যোগাযোগ করতে পারেন না হলে তিন বছর পরে যোগাযোগ মিনিসটার। তিনি দেশের সব রাসতা আগে ভাংবেন এরপর ঠিক করবেন।

রাসটা দিয়ে সুদু বাস নয় দরকার হলে নৌকা চালাবেন । এর জন্য দরকার হলে সব হাইওয়ের সাতে একটি করে খাল খনন করবেন। অবশ্য রাসটা এমনিতেই খাল না নদি হবে একটো বৃস্টি হলেই। তবে রাসতায় গাড়ি চালানো নয় তাকে মূলত দেয়া হয়েছে নৌকা চালানোর ভার (নৌকার যা অবসতা )। হাল ডরে পাল তুলে কাদের গাবে: ''শেখ হাছিনা এ তরীর পাকা মাঝি মাললা নিরবাচনে পার কর লা শারিক আললা'' সুরন্জিত সেন রেল মিনিসটার ভাই তিনি কথা বলেন রেল এর মত তার যে কি কাজ তা তিনি নিজেও জানেন না।

জানবেন কিভাবে কাজই নাই। তিনি এক কাজ করতে পারেন দেশ জুড়ে সবাইকে জানাটে পারেন রেল লাইনের মাঝে মাঝে ফাক রাখা হয় কেন? ছোটকালে তিনি গাইতেন : ''রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম'' দলকে মনে করিয়ে দেবেন(দলের যা অবস্তা আলুর দমও এরচেয়ে ভাল) জি এম কাদের (বাণিজ্য মন্এ্রী) তিনি ছোটবেলায় ভাল গরু চরাতেন। ভাল গরুর দড়ি ধরতে পারেন । একসময় তিনি ঘোড়া চালাতেন। ঘোড়ার লাগাম টানার অভ্যাস তার আছে এমনকি বিমানের লাগাম তিনি টানতে পারেন।

তাই তার কাজ লুঙ্গির কাছা টেনে পাগলা ঘোড়ার লাগাম টানার। এই ঘোড়া যেভাবে চলছে তাতে সবার দম যায় যায়। দমে আবার দম আনতে তিনি গাইবেন: ''আমার পাগলা ঘোড়ারে যা যা তুই আস্তে আস্তে যা। '' না হলে পাগলা ঘোড়া যে কারা হবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।