জীবনে যা কিছু শিখলাম ,সব ভুল করে শিখলাম । ভুল বিহনে কোন কিছু শিখা যায় না । আসলাম আপনাদের মাঝে কিছু শিখার তরে । টিপস:১-অচ্ছা যদি পুরাতন পেন্সিল ব্যাটারিতে চার্জ অনা যেত থাহলে কেমন হত, নিশ্চয় ভাল । তাহলে জটপট করেনিন, প্রথমে যে পেন্সিল ব্যাটারির চার্জ নেই তা নিন তারপর একটা মোমবাতে নিন তারপর মোমবাতিটা জ্বালান এখন, ব্যাটারির যেদিকে +চিহ্ন অছে সেইদিকে ১ হতে ২ মিনিট মোমবাতির আগুনের শিখার পাসে ধরে রাখুন ।
দেখবেন চার্জ অবার হয়ে গেছে । সাবাধান,ব্যাটারিটা এমন ভাবে দরবেন য়াতে অগুনের শিখার সাথে না লাগে। টিপস:2-আপনার নিশ্চয় পিযাজ কাটতে গিয়ে কন্না করেছেন ,তাছাড়া পিযাজ কাটতে গয়ে কান্না করেনাই এমন লোক কমিই পাওয়া যাবে । এখন কন্নার দিন শেষ , অমি আপনাদরকে এখন এমন একটা টিপস দিব যা দ্বারা আপনারা পিয়াজ কাটার সময় কান্না থেকে রক্ষা পাবেন , মূল কথায় আসি- আপনারা যদি পিয়াজ কাটার 20-30 মিনিট আগে পিয়াজ গুলো যদি প্রিজে রেখে দেন তাহলা আর কান্না করতে হবেনা। তাছাড়া , যদি পেয়াজ কাটার সময় মোমবাতি জ্বালিয়ে রাখেন তাহলে ও কান্না আসবেনা ।
আমি কিন্তু সামুর বল্গে নতুন ভুল হলে ক্ষমা করবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।