আমাদের কথা খুঁজে নিন

   

সহজেই তৈরি করুন জিফ এনিমেশন ( জানলে ভালো, না জানলে আরো ভালো মার্কা পোস্ট )

দু:খিত, আপনি যে ব্লগটি ভিজিট করছেন, তার ব্লগার বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছু দিন পর আবার ভিজিট করুন। ধন্যবাদ টিটিতে প্রথম দিয়েছিলাম। সামুর জন্য মাইগ্রেট করতে অনেক সময় লাগবে, তাই টিটির ধাচেই দিয়ে দিলাম সবাইকে আসন্ন শীতের উষ্ণ শুভেচ্ছা। গ্রাফিকাল রিপ্রেজেন্টেশনের জন্য .gif এনিমেশন খুব জনপ্রিয়।

আমাদের নিওফাইটের টিউন দেখে তা সহজেই অনুধাবন করা যায়। তাই আজ আপনাদের সাথে এমন একটি পোর্টেবল সফটওয়্যার শেয়ার করব যা দিয়ে আপনারা খুব সহজেই .png, .jpg, .jpeg ইমেজ দিয়ে .gif এনিমেশন তৈরি করতে পারবেন। হাসনাত ভাইয়ের মত অসাধারণ জিফ বানানো হয়ত সম্ভব হবে না। তবে মোবাইলের জন্য আপনার পছন্দের ছবিগুলো দিয়ে ইচ্ছেমত জিফ তৈরি করে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক- ► প্রথমে ডাউনলোড করে নিন AnimateGif নামের ক্ষুদ্র (মাত্র ৯৬.২২২ কিলো বাইট) পোর্টেবল সফটওয়্যারটি।

► AnimateGif চালু করুন। ► এবার যে ছবিগুলো দিয়ে আপনি জিফ এনিমেশন তৈরি করবেন সেগুলো Drag করুন। ► Loop animation অপশনটি ডিফল্টভাবে মার্ক করা থাকবে, এর ফলে এনিমেশনটি অনবরত চলতে থাকবে। যদি চান যে এনিমেশন একবার চলার পর বন্ধ হয়ে যাবে তবে এটি আনমার্ক করে দিন। Frame delay এর মাধ্যমে এক ফ্রেম থেকে অপর ফ্রেমের মধ্যবর্তী সময় ব্যবধান এবং এনিমেশনের Quality সেট করুন।

► সব সেট করা হয়ে গেলে Animate ক্লিক করে কোথায় সেভ করবেন তা ঠিক করুন এবং Save করুন। ব্যস, হয়ে গেল। Process কমপ্লিট হওয়ার পর যেকোন জিফ ভিউয়ার অথবা ব্রাউজার দিয়ে দেখে নিন আপনার এনিমেশন। যদি একটু ধৈর্য আর ক্রিটিক্যালি কাজ করতে পারেন, তাহলে নিচেরটার মত এনিমেশনও বানাতে পারবেন আমার ব্লগেও প্রকাশিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।