আমি...... Jet audio ছাড়া আর কোন সফটওয়ার আছে যা দিয়ে mp3 এর kbps বাড়িয়ে হাই কোয়ালিটি করা যায়। জেট অডিও দিয়ে করে দেখেছি,আমার কাছে কোন পার্থক্য মনে হয়না,একই গান আমার কাছে ছিলো ১২৮ kbps এর, জেট অডিও দিয়ে kbps 320 করে কনভার্ট করে শুনে দেখলাম,একই কোয়ালিটির সাউন্ড,কোন পার্থক্য নাই।আবার ওই একই গান ইনটারনেট থেকে ৩২৮ kbps এর টা নামালাম,সেটা আবার ওই ২টার থেকে অনেক হেবি সাউন্ড।তবে কনভার্ট করাটায় info তে show করছে ৩২০,কিন্তু সাউন্ড কোয়ালিটি ১২৮ এর মতই।এটা বুঝলাম না, যদি কারো কাছে ভালো কোন সফটোয়ার থাকে থাকে প্লিজ ডাউনলোড লিঙ্ক দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।