তাশফী মাহমুদ
জাতীয় সংগীতকে মোবাইল ফোনে রিং টোন হিসেবে এবং তা বাণিজ্যিকভাবে ব্যবহার করাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।বাণিজ্যিকভাবে ব্যবহার করাকে অবৈধ ঘোষণা করা একেবারেই যথাযথ নির্দেশ। মহামান্য আদালতকে অসংখ্য ধন্যবাদ । কিন্তু আমি জাতীয় সংগীতের রিং টোন অবৈধ , এর বিপক্ষে , কেননা আমি জানতে চাই, জাতীয় সংগীত শোনা কি অপরাধ?
যদি তাই হয়, তবে হিন্দীসহ আন্যান্য জাতীয় সংগীত কে প্রথিবীর অনেক মানুষ রিংটোন ও সেটার উন্নততর সংস্করণ(মোডিফাই) বের করছে, কেন বের করছে।
কেউ যদি এটাকে রিংটোন, কলার টিউন করে তা তো সে এই জাতীয় সংগীত কে ভালবাসে বলেই করে। এভাবে জাতীয় সংগীতকে সীমাবদ্ধ করে ফেললে তা পরবর্তী প্রজন্মকে আরো বেশি বিদেশী সংস্কৃতির প্রতি ধাবিত হবে। জাতীয সঙ্গীত নিয়ে বাণিজ্য করা ঠিক না। কিন্তু তাই বলে মোবাইলে রিংটোন ব্যবহার করা যাবে না এটা মানতে পারলাম না। রিংটোন থাকলে সমস্যা কি!আজব দেশের আজব বিচার। আমার মোবাইলে জাতীয় সংগীত এর MP3 আছে, এখন তো মনে হয় আদালত গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে ৫০ লাখ টাকা করে জরিমানা দিতে নির্দেশ দিয়েছেন ,রিং টোন হিসেবে ব্যবহারের জন্য আমার কত টাকা জরিমানা দিতে নির্দেশ দেয় !!!!!!!!!
জাতীয় সংগীতের রিং টোন অবৈধ ,পক্ষে - বিপক্ষে মতামত চাই --------------- যুক্তিসহ
জাতীয় সংগীতের আপনার-আমার-আমাদের সকলের
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।