আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে আসবেন কিন্তু খালি হাতে ফিরে যাবেন তা কি করে হয়? খালি হাতে ফিরে যেতে দিবনা।( পর্ব ৪)

অদেখাকে দেখার ইচ্ছা,অজানাকে জানার ইচ্ছা। অনেকদিন পর সামুতে লিখতে বসলাম। আসলে মনটা একটু খারাপ ছিল যে কারণে সামুতে আসলেও লিখতে ইচ্ছে করত না। টিপুর মৃত্যুর খবরটা আমাকে কিছুটা হলেও নাড়া দিয়েছে। সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলাম মডুদের আচরণ দেখে।

সারা দিন সবাই কত চিল্লাচিল্লি করল তবুও তাদের ঘুম ভাঙ্গে নাই। একটা পোস্ট ও দিয়েছিলাম যে,যদি সে দিনের মধ্যে টিপুর বেপারে কোন পোস্ট যদি স্টিকি না করা হয় তবে সামুতে আসা ছেড়ে দিবো। যাক তার কিছুক্ষণ পরই দেখি একটা পোস্ট স্টিকি করা হয়েছে যদিও আমার সেই পোস্টটা মডু ভাই ডিলেট কইরা দেয়। মনে হয় একটু বেশি ক্ষেপছিলাম। যাক সেই যাত্রায় আমি নিজেই বড় বাচা বেচে গেছি যাইহোক বরাবরের মত এবারো কিছু ভাল উপহার নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।

আপনারা যে খুশি হয়ে ২ ৩ টা কমেন্ট করেন এতেই আমি খুশি। তাহলে আসেন শুরু করা যাক। সামুতে যারা আছেন তাদের মধ্যে হয়ত এমন একজনকেও খুঁজে পাওয়া যাবেনা যে তিনি ইয়াহু মেসেঞ্জার ব্যাবহার করেন না। আমি আপনাদের জন্য এখন ইয়াহু মেসেঞ্জার নিয়ে এসেছি। জানি একটা গালি অলরেডি দিয়ে ফেলছেন,এইটা কোন জিনিষ হইলো এমনিতেই তো ফ্রি পাওয়া যায়।

হুম কথা সত্যি ফ্রি পাওয়া যায় যা কিনা অনলাইন ইন্সটলার। এখন হয়ত কেউ বলবেন এইটা আবার কি? আপনার হয়ত লক্ষ করেছেন যে যখন আপনি ইয়াহু সাইট থেকে মেসেঞ্জার দাউনলদ করেন তখন সেইটা মাত্র ৬০০ কিলোবাইট এর মত ডাউনলোড হয়, পরবর্তীতে ইন্সটল করার সময় বাকি ২৫ মেগাবাইট ডাউনলোড হয় এবং পরে তা ইন্সটল হয়। কিন্তু এইটা তো কোন সমস্যা না,হ্যা সমস্যা আছে এখানে। ধরেন কোন কারণে আপনার উইন্ডোজ ক্রাশ করল আপনি উইন্ডোজ পুনরায় ইন্সটল দিলে কিন্তু আপনাকে আবারো সেই সম্পূর্ণ ২৫ মেগাবাইট ই ডাউনলোড করতে হবে। কিন্তু আপনি যদি এই অফলাইন ইন্সটলার একবার ডাউনলোড করে নেন পরবর্তীতে আপনাকে নতুন করে ডাউনলোড করার ঝামেলা পোহাতে হবেনা।

এতে আপনার সময় আর মেগাবাইট ২টাই বাচবে। অন্যান্য সফট যেভাবে ইন্সটল করেন এইটাও সেইভাবে ইন্সটল করবেন। এইখান থেকে ডাউনলোড করুন এখন যেই সফটওয়্যারটা শেয়ার করব সেইটা শুধু মাত্র মুভি পাগলা মানুষের জন্য। সামুতে মুভি পাগলা মানুষ অনেক আছে যাদের কালেকশনে এত বেশি মুভি যে তারা নিজেরাই তাদের পছন্দের মুভিটি মাঝে মধ্যে খুঁজে বের করতে করতে হয়রান হয়ে যান। তাদের জন্য একটি মুভি অরগানাইজার সফটওয়্যার দিব যা কিনা এক ক্লিকেই আপনার সবগুলো মুভি অরগানাইজ করে ফেলবে।

সফটওয়ারটির নাম হচ্ছে MOVIENZAR। জেনার,কেটাগরি,আরও অনেক ধরনের ফিচার আছে সফটটিতে। তাই দেরি না করে ডাউনলোড করে ফেলুন। এইখান থেকে ডাউনলোড করুন গেলো তো মুভির কথা। এবার বলি নিজেদের ছবির কথা।

ছবি মানুষের স্মৃতি গুলকে খুব সুন্দর ভাবে ফিরিয়ে আনতে পারে যে যা অন্য কিছু কিয়ে কখনই সম্ভব না। তাই সেই সুন্দর ছবিগুলোকেও আপনার পিসির ফ্রেমে খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখুন। আর সেই কাজটি খুব সুন্দর ভাবে করার জন্য ODIN FRAME PHOTO FRAME এই সফটটি ব্যাবহার করতে পারেন। হাজারো রকমের ফ্রেমের মধ্যে আপনার পছন্দের ফ্রেম বাছাই করে ছবিকে অন্য একটি রূপ দিন। উপহার দিন আপনার প্রিয়জনকে।

এইখান থেকে ডাউনলোড করুন আপনার পিসির হার্ডডিস্ককে সংরক্ষণ করতে ডিস্ক ডিফ্রাগমেন্ট এর জুড়ি নেই। আপনি আপনার অপারেটিং সিস্টেমের সাথেই এই টুলসটি পেয়ে থাকেন। তবে Diskeeper 2011 Pro Premier এই সফটটির মাধ্যমে আপনি তা অনেক নিখুঁত আর দ্রুত কাজটি সারতে পারেন। এইটা ডাউনলোড করেন বা না করেন সবাইকে আমার একটা টিপস থাকবে যে অন্তত ৩ মাস পর পর আপনার হার্ডডিস্কটি ডিফ্র্যাগমেন্ট করাবেন। এতে আপনার আপনার পিসি অনেক গতিময় আর হার্ডডিস্কের অনেক জায়গা পুনুরদ্ধার হবে।

এইখান থেকে ডাউনলোড করুন আজকে এতটুকুই থাকল। সামনের বার আরও কিছু ভাল উপহার নিয়ে হাজির হব আপনাদের সামনে। উপহার কেমন লাগল জানাতে ভুলবেন না যেন। আর আমার ব্লগটা একবার ঘুরে দেখে আসতে পারেন,হয়ত আপনার পছন্দের আরও কিছু জিনিষ মিলে যেতে পারে। সবাই ভাল থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.