আমাদের কথা খুঁজে নিন

   

কতজনে জানতেন ?

কতজনে জানতেন ? ১৯৭১-এ ২৫-শে মার্চ রাতে প্রথম নিহত ব্যক্তিটি ছিল পাকিস্তানি সৈনিক। পাকিস্তানি বাহিনী যখন তেজগাঁও ক্যান্টনমেন্ট থেকে রাজারবাগ পুলিশলাইন আক্রমনের জন্য বের হয়, তখন পুলিশলাইনকে বাঙ্গালি কোন এক কর্মকর্তা ওয়ার্লেসর মাধ্যমে সেই খবর জানিয়ে দেন। ফলে প্রচুর পুলিশ পুলিশলাইন ত্যাগ করে আশপাশের বিভিন্ন বাড়ি ও বাড়ির ছাদে পজিশন নেয়। পাকিস্তানি বাহিনী যখন পুলিশলাইনে পৌঁছে তখন পুলিশের গুলিতে এক পাকিস্তানি সৈন্য নিহত হয়। তারপরই শুরু হয় পাকিস্তানি পশুদের নির্বিচারে নরহত্যা অভিযান। স্যালুট সেই দেশপ্রেমিক পুলিশভাইদের প্রতি যারা থ্রি-নট-থ্রি বন্দুক নিয়ে পাকিস্তানি বাহিনীর ট্যাংক ও অটোমেটিক রাইফেলের মুখোমুখি হওয়ার মতো বীরত্ব দেখিয়েছিলেন। কিন্তু কি নির্মম পরিহাস, বর্তমানে আধুনিক অস্রে সজ্জিত পুলিশকে মরতে হয় কিছু পাকিস্তানি জ়ারজ ও অমানুষের হাতের দেশীয় চাপাতি-দা-ছুরির কোপে। এই Bug-টা Solve করবে কে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।