মাগার মনডায় যে কি চায়, নিজেই জানিনা...............
আমি অতি সরল মানুষ। কোন রক বা পপ গান পসন্দ করি না। যত নরম গান আসে, আমি আসি। এইখানে আমার প্রিও কয়েকটা গানের কথা বললাম। আপ্নারাও আপ্নাদেরটা বলেন।
তবে এখানে যে গানের কথা বললাম টা সবাই অনেক অনেক বার শুনছেন... আমি শুধু পুনরায় সুন্তে বলছি... গান গুলি আবার সুনেন। দেখবেন সব গুলি নতুন লাগবে।
১. আমি বরাবরি শ্রীকান্ত আচার্য এর ভক্ত। তার গানের মুল ধারা হইল, উনি পুরান গান গুলারে একই সুরে নতুন করেন। যাই হোক তার সব গান ই আমার দারুন লাগে।
নিছে একটা গান এর নাম দিলাম। শুইনা আমারে বলবেন।
আমি খোলা জানালা, তুমি অই দখিনা বাতাস,
আমি নিঝুম রাত, তুমি কো জাগরি আকাশ।
আমার কাছে এক কথায় চরম লাগে।
২. কত যে তোমাকে বেসেছি ভাল, সে কথা ত্মি যদি জানতে।
সুবীর নন্দীর গান। সুনবেন।
৩. শ্রেয়া ঘোষাল এর হিন্দি সুনলেও তার এক্তা বাংলা সুনবেন। তার গলাতা এত মিষ্টি, আমি তার প্রেমে পরেছি। সত্যি-----
আমি নিরব হয়ে রইলাম ভাষা পাইনি খুজে তাই...
সুনবেন এটা
৪. কতদিন দেখিনি তোমায়.........
মান্না দে র এই গানটা আবার সুনবেন।
আজকে এই কয়েকটা লিখলাম। আপডেট করার চেস্তা করব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।