আমাদের কথা খুঁজে নিন

   

ডিআরইউ’র সভাপতি বাদশা ও সাধারণ সম্পাদক তপু

আর কেন সম্মেহন-এ পাপ, থাক- ‘বেদনা আমারি থাক’ ডিআরইউ’র সভাপতি বাদশা ও সাধারণ সম্পাদক তপু ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে দৈনিক ইনকিলাবের সাখাওয়াত হোসেন বাদশা (৪১৬) সভাপতি ও দৈনিক যুগান্তরের সাজ্জাদ আলম খান তপু (৩৭২) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন যথাক্রমে দৈনিক ইত্তেফাকের মোতাহার হোসেন মাসুম (৩৩১) ও ডেইলি স্টারের রাকিব হাসনাত সুমন (৩০১)। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে আমাদের সময়ের আসাদুজ্জামান সম্রাট সহ-সভাপতি ও মো. শফিকুল ইসলাম অর্থ সম্পাদক, নয়া দিগন্তের মোরসালিন আহমেদ ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের কবির আহমেদ খান সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক জনতার আমিনুল হক ভূঁইয়া আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহি কমিটির সদস্যের সাতটি পদে ক্রমান্বয়ে হাসান আরিফ (যায়যায়দিন), মোস্তফা কাজল (মানবজমিন), সাজ্জাদ হোসেন (বাসস), আতিকুর রহমান (আজকালের খবর), শাহেদ মতিউর রহমান (সংগ্রাম), মজিবুর রহমান (সরাসরি), মো. সালাহউদ্দিন আহমাদ বাবলু নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন- যুগ্ম-সম্পাদক নয়া দিগন্তের খোকন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনকণ্ঠের শরীফুল ইসলাম, দফতর সম্পাদক পদে দৈনিক বাংলাবাজারের কাজী হাবিব, নারী বিষয়ক সম্পাদক পদে ডেইলি স্টারের আলফা আরজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শহীদুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে আমাদের অর্থনীতি হালিম মোহাম্মদ এবং কল্যাণ সম্পাদক পদে নাজমুল আহমদ তৌফিক। এই নির্বাচনে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার প্রধান নির্বাচন কমিশনার এবং বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল ও দৈনিক ডেসটিনির উপসম্পাদক আবু তাহের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়া সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক জনকণ্ঠের উত্তম চক্রবর্তী, দৈনিক নয়া দিগন্তের আমানুর রহমান। উল্লেখ্য এবারের নির্বাচনে ২১টি পদের সাতটিতে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বাকি ১৪টি পদে প্রতিদ্বন্ধিতা করেন ২৮ জন।

সভাপতি পদে সর্বোচ্চ চারজন প্রার্থী ছিলেন। এ ছাড়া সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিনজন করে প্রার্থী ছিলেন। অর্থ, ক্রীড়া, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক পদে মুখোমুখি প্রতিদ্বন্ধিতা হয়। সাতটি সদস্য পদে প্রার্থী ছিলো ১০ জন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.