আমাদের কথা খুঁজে নিন

   

বাচচা কালের দুষ্টামি

:( এখনো ওয়াচে বাচ্চাকালে আমাদের সবাই কম বেশী দুষ্টুমিক করে। মনে পড়ছে এক বন্ধু ইমরানের কথা। সেই বান্দা ছিলো এক কাঠি সরেস। একদিন স্যারের হাতে সময় ছিলো। স্যার কইলেন,'ইমরান দেখাও তো তোমার শয়তানি '।

ইমরান প্রথমে ক্লাসের মেয়েদের দিকে ভেংচি শুরু করল। তারপরে এর ওর ব্যাগ ধরে টানাটানিও হল কিছুক্ষণ । স্যার ততক্ষণে স্তব্ধ হয়ে গেচেন !!! এক পর্যায়ে ইমরান শুরু করল স্যারের কলার ধরে টান দেয়া। স্যার শার্ট সামলাতে গিয়ে ভ্যাবাচেকা খেলেন। বেশ বিব্রত হয়ে স্যার বললেন, আচ্ছা আরেকদিন দেখব বাকিটা।

থাম থাম । বিঃদ্র; পিচ্চি বেলার অভিযানের খবর ১ম পাতায় এক্সেস দিলে লিখে ফেলুমনে। আপাতত এইটাই । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।