আমাদের কথা খুঁজে নিন

   

বিবিসির সাথে কুত্তার বাচচা অনুগত শ্রেষ্ঠের সাক্ষাতকার (উতসর্গঃ ব্লগের সকল রাজাকার জামাত বিরোধী আমার ভাই বোনরা)

বৃষ্টি রাতে ... ভাবনা গুলো মেঘের সাথে উড়ে ...

১৫ জুলাই রাতে বিবিসি'র আতিকুস সামাদকে টেলিফোনে সাক্ষাতকার দেন গোলাম আযম (কুত্তার বাচচা) । বিবিসি'র রাত সাড়ে দশটার বাংলা অনুষ্ঠানে প্রচারিত হয় সাক্ষাতকারটি । সাক্ষাতকারে কুত্তাটি বলেঃ "প্রঃ আপনি আবারও আমীর হিসাবে দায়িত্ব পালন করবেন কিনা ? ঊঃ তা তো আমি আগেও করতাম । শুধু জেলে থাকার কারনে দায়িত্ব পালন করতে পারিনি । সুতরাং অটোমেটিকেলি সে দায়িত্ব ফিরে এসেছে আবার ।

প্রঃ আপনার যে নাগরিকত্বের মামলা এখনও চলছে - তা সত্বেও আপনি আমীরের কাজ শুরু করবেন ? উঃ নাগরিকত্বের মামলায় তো আমি হাই কোর্টের রায় পেয়েছি । সুপ্রীম কোর্টে যে ফর্মালিটি শুরু হয়েছে - আমি নিশ্চিত যে সুপ্রিম কোর্টেও আমি হাইকোর্টের রায় বহাল পাবো ... ইনশাল্লাহ ! (কুত্তার মাংস খাবার স্বাধ!) প্রঃ কিন্তু সেটা তো আপীলে আছে ... উঃ আপীলে আছে ... কিন্তু এ কথা তো হাই কোর্ট বলেনি যে আমি দায়িত্ব পালন করতে পারবো না । প্রঃ বাংলাদেশের অনেকেই ১৯৭১ এর যুদ্ধাপরাধী হিসাবে আপনার বিচার চায় , এ প্রসংগে আপনার মন্তব্য কি ? উঃ বিচার করে না কেন ? এ পর্যন্ত আদলতে আদলতে তারা গেল না কেন ? (চটকনা মেরে হারামজাদার দাত ফালনো উচিত ) প্রঃ কোন বিশেষ আদালত যদি গঠন করা হয়, তা হলে আপনি তার সামনে যেতে রাজী আছেন ? উঃ তারা আগে গঠন করুক না । তারা যদি আদালত গঠন করতে পারে করুক । করলে দেখা যাবে তারা আমাকে নেয়ার ক্ষমতা রাখে কিনা ।

(এত স্প্রর্ধা আমার হয় কি করে কুত্তাটার ! ) প্রঃ তাহলে কি আপনে বলতে চান যে, সরকার যদি একটা বিশেষ আদালত গঠন করে, তাহলে আপনাকে নেয়ার ক্ষমতা সরকারের নেই ? উঃ ক্ষমতা নেই - তা তো বলিনি । আদালত গঠন করা হোক, করলে পরে তো প্রশ্ন আসবে যে আমাকে তারা নিতে পারবে কিনা ? আদালত গঠন করার কথা তো এসেম্বলিতে দাবী করেছে আওয়ামী লীগ (এই দলটিই ৯৬ তে জামাতের সাথে ভিড়েছিল । ছিহ!! ) । বাইরেও তারা চিৎকার করছে । সরকার তো এখনো কিছু করেনি ।

সরকার কে করতে বলেন । করলে পরে দেখা যাবে । প্রঃ ১৯৭১ এ যে হত্যাকান্ড হয়েছে, আল-বদর, আল-শামস যে সমস্ত হত্যাকান্ড চালিয়েছিল, সেটা কি আপনি অস্বীকার করেন ? ঊঃ তার সাথে আমার কোন সম্পর্ক নেই । ওটা ... এ ...এ সামরিক শক্তি, যারা করেছে তারাই করেছে । এর সংগে আমার সম্পর্ক কি ? ( অথছ এই কুত্তাটি ১৯৭১ এর এপ্রিল মাসে উক্ত দুটি জারজ সংগঠন গঠন করায়, নিজ তত্ত্বাবধানে) প্রঃ যারা এ সমস্ত হত্যা করেছিল, আপনি কি মনে করেন তাদের বিচার হওয়া উচিত ? উঃ বিচার করতে নিষেধ করেছে কে? আমাকে জিজ্ঞেস করছেন কেন ? -- বিচার করা উচিত কিনা ? তারা ক্ষমতায় ছিলো, তারা তো চেষ্টা করেছে বিচার করতে ।

'কলাবরেটর এক্ট' করে হাজার হাজার লোককে(যেন ওগুলো ফেরেশতা! শুয়ারের বাচচা গুলা) গ্রেফতার করেছে, বিচার করেছে । বাকি লোকদের বিচার করতে তো নিষেধ করেনি কেউ । " [ডিসক্লেইমারঃ গোলাম আযমের উথান(এন কে বিশ্বাস) বই থেকে নেয়া]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.