বৃষ্টি রাতে ... ভাবনা গুলো মেঘের সাথে উড়ে ...
১৫ জুলাই রাতে বিবিসি'র আতিকুস সামাদকে টেলিফোনে সাক্ষাতকার দেন গোলাম আযম (কুত্তার বাচচা) । বিবিসি'র রাত সাড়ে দশটার বাংলা অনুষ্ঠানে প্রচারিত হয় সাক্ষাতকারটি । সাক্ষাতকারে কুত্তাটি বলেঃ
"প্রঃ আপনি আবারও আমীর হিসাবে দায়িত্ব পালন করবেন কিনা ?
ঊঃ তা তো আমি আগেও করতাম । শুধু জেলে থাকার কারনে দায়িত্ব পালন করতে পারিনি । সুতরাং অটোমেটিকেলি সে দায়িত্ব ফিরে এসেছে আবার ।
প্রঃ আপনার যে নাগরিকত্বের মামলা এখনও চলছে - তা সত্বেও আপনি আমীরের কাজ শুরু করবেন ?
উঃ নাগরিকত্বের মামলায় তো আমি হাই কোর্টের রায় পেয়েছি । সুপ্রীম কোর্টে যে ফর্মালিটি শুরু হয়েছে - আমি নিশ্চিত যে সুপ্রিম কোর্টেও আমি হাইকোর্টের রায় বহাল পাবো ... ইনশাল্লাহ ! (কুত্তার মাংস খাবার স্বাধ!)
প্রঃ কিন্তু সেটা তো আপীলে আছে ...
উঃ আপীলে আছে ... কিন্তু এ কথা তো হাই কোর্ট বলেনি যে আমি দায়িত্ব পালন করতে পারবো না ।
প্রঃ বাংলাদেশের অনেকেই ১৯৭১ এর যুদ্ধাপরাধী হিসাবে আপনার বিচার চায় , এ প্রসংগে আপনার মন্তব্য কি ?
উঃ বিচার করে না কেন ? এ পর্যন্ত আদলতে আদলতে তারা গেল না কেন ? (চটকনা মেরে হারামজাদার দাত ফালনো উচিত )
প্রঃ কোন বিশেষ আদালত যদি গঠন করা হয়, তা হলে আপনি তার সামনে যেতে রাজী আছেন ?
উঃ তারা আগে গঠন করুক না । তারা যদি আদালত গঠন করতে পারে করুক । করলে দেখা যাবে তারা আমাকে নেয়ার ক্ষমতা রাখে কিনা ।
(এত স্প্রর্ধা আমার হয় কি করে কুত্তাটার ! )
প্রঃ তাহলে কি আপনে বলতে চান যে, সরকার যদি একটা বিশেষ আদালত গঠন করে, তাহলে আপনাকে নেয়ার ক্ষমতা সরকারের নেই ?
উঃ ক্ষমতা নেই - তা তো বলিনি । আদালত গঠন করা হোক, করলে পরে তো প্রশ্ন আসবে যে আমাকে তারা নিতে পারবে কিনা ? আদালত গঠন করার কথা তো এসেম্বলিতে দাবী করেছে আওয়ামী লীগ (এই দলটিই ৯৬ তে জামাতের সাথে ভিড়েছিল । ছিহ!! ) । বাইরেও তারা চিৎকার করছে । সরকার তো এখনো কিছু করেনি ।
সরকার কে করতে বলেন । করলে পরে দেখা যাবে ।
প্রঃ ১৯৭১ এ যে হত্যাকান্ড হয়েছে, আল-বদর, আল-শামস যে সমস্ত হত্যাকান্ড চালিয়েছিল, সেটা কি আপনি অস্বীকার করেন ?
ঊঃ তার সাথে আমার কোন সম্পর্ক নেই । ওটা ... এ ...এ সামরিক শক্তি, যারা করেছে তারাই করেছে । এর সংগে আমার সম্পর্ক কি ?
( অথছ এই কুত্তাটি ১৯৭১ এর এপ্রিল মাসে উক্ত দুটি জারজ সংগঠন গঠন করায়, নিজ তত্ত্বাবধানে)
প্রঃ যারা এ সমস্ত হত্যা করেছিল, আপনি কি মনে করেন তাদের বিচার হওয়া উচিত ?
উঃ বিচার করতে নিষেধ করেছে কে? আমাকে জিজ্ঞেস করছেন কেন ? -- বিচার করা উচিত কিনা ? তারা ক্ষমতায় ছিলো, তারা তো চেষ্টা করেছে বিচার করতে ।
'কলাবরেটর এক্ট' করে হাজার হাজার লোককে(যেন ওগুলো ফেরেশতা! শুয়ারের বাচচা গুলা) গ্রেফতার করেছে, বিচার করেছে । বাকি লোকদের বিচার করতে তো নিষেধ করেনি কেউ । "
[ডিসক্লেইমারঃ গোলাম আযমের উথান(এন কে বিশ্বাস) বই থেকে নেয়া]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।