আমাদের কথা খুঁজে নিন

   

অবরুদ্ব যাত্রী

নিয়তি তোর শৃঙ্খলে এক অবরুদ্ব যাত্রী। কষাঘাত থেকে বাচাঁতে মত্ত আর, ব্যাস্ত বেদনাবহুল জীবন! হয়তো দুভার্গ্য, নয়তো অবরুদ্বতার খিলখিল... গন্ধছড়ানো হাঁসি। হাতে ঘাঁ,পায়ে শেকল এখনো লাগন্ত! অবরুদ্ব যাত্রী,নিশ্বাস আজ ভারাক্রান্ত, দূষিত আশাপাশের পরিবেশ, ঘেঙ্গানি স্বর আর কান্না প্রায় বন্ধ কাঁদতে আর কত পারা যায় বল? অভ্যাস যেন সেথায় এক অতন্ত্র প্রহরী। তবুও আজ বিবেক নিয়ে বাঁচার আশাতে বেঁধে যায় বুক। বন্ধীর জীবনে এক ক্ষুদ্র বিন্দুর বিষ্ফোরন, যেখানে কেন্দ্রীভূত তার সুখময় জীবন দূর্ভিক্ষ এঁটে যায় তার আষ্টপৃষ্টে। কষ্টের মহমারী আহত পথিক। হাতের ঘাঁ টা প্রতিনিয়ত বেড়েই যায়! ঘেঙ্গানি ছেড়ে যন্ত্রনায় কাতরানোর অভিনব কৌশল। উপচে পড়া দুঃখ ফুরায় না ব্যাথার আদলে! কষ্টগুলো বেড়ে চলে প্রতিযোগিতার ছলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।