ফাইনাল ইয়ারের (৪-২) rag অনুষ্ঠানে প্রবেশ কে কেন্দ্র করে কথাকথাকাটাকাটির
জের ধরে থার্ড ইয়ারের (৩-১) দুই ছাত্রলীগ ক্যাডার বেসবল ব্যাট, এবং রড দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করেছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারের এক ইশান নামের এক ছেলেকে। তার পায়ের এবং হাতের হাড় একাধিক জায়গায় ভেংঙ্গে গেছে, উনি এখন স্কয়ার হাসপাতালে আসেন। তার পা চিরতরে পংগু হয়ে যেতে পারে। আর ১৫ দিন পরে তার বুয়েটের সর্বশেষ পরীক্ষার ডেট ছিল!
এই ঘটনায় বুয়েটের সকল সাধারন ছাত্ররা প্রতিবাদে মুখর হয়ে উঠে, সকল হল এমনকি ছাত্রী হল থেকে মেয়েরা, বাসা থেকে ছাত্ররা ক্যম্পাসে আসে। হাজার ছাত্রের স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।
তারা ক্যাম্পাসের গেইট লাগিয়ে দেয়। এবং প্রভিসি এবং ডি এস ডাব্লিউ সহ কয়েকজন সিনিয়র টিচারকে অবরুদ্ব করে রাখে।
সারারাত ক্যাম্পাসে হাজার হাজার ছাত্র ছিল, অবরোধ এখনো চলছে, ছাত্ররা রেজিস্টার বিল্ডিং এর নীচতলায় অবস্থান নিয়ে আছে। এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ওখান থেকে কেউ নড়বেনা।
লালবাগ এবং ঢাকা ভার্সিটির ছাত্রলীগের ক্যাডাররা পলাশী মোড়ে সসস্ত্র অবস্থান করছে।
একটা স্টাটাস তুলে দেইঃ
শিক্ষক, কম্পিউটার সায়েন্সঃ
দলবাজি-সন্ত্রাসের বলি হতে হয় যখন ঈশানের মতো কাউকে; এমন দিনে বুযেটের শিক্ষক হওয়া যেমন হতাশা তৈরি করে, তেমনি সাবেক ছাত্র হিসেবে নিজের মাঝে আমি কোন গর্বের কিছু খুঁজে পাই না.......
আরেকজনের স্টাটাসঃ
জুনিয়রদের সাথে ধমকের সুরে কথা বলতে গেলেও যিনি হেসে ফেলেন, সেই ঈশান ভাইয়ের মত মানুষ আজ সন্ত্রাসী হামলার শিকার। এই অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত বুয়েটের সকল একাডেমিক কারিকুলাম বন্ধ। কালকে সকালে সবাইকে বুয়েট ক্যম্পাসে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
বুয়েটের আঙিনায় সন্ত্রাসীদের ঠাঁই নাই
*****জরুরী*******
আজকে সারা রাত ধরে আমরা ভিসি'র অফিসের সামনে বসে আছি। আগামী কালও থাকবো।
যতদিন লাগে আমরা একচুলও নড়বো না!
আগামী কাল সবাইকে অনুরোধ করছি সকাল সকাল বুয়েটে চলে আসার জন্য। সকল অ্যাকাডেমিক কার্যক্রম আমরা বর্জন করছি। কিন্তু আন্দোলনের স্বার্থে, ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে আমরা ক্রমাগত আন্দোলন করে যাব ইনশাআল্লাহ!
আজকে এখন পর্যন্ত যাদের পক্ষে আমাদের সাথে যোগ দেয়া সম্ভব হয়নি, সবাইকে অনুরোধ করছি কালকে সকালে থেকেই আমাদের সাথে যোগ দেয়ার জন্য। আমাদের মূল লক্ষ্যঃ
• আজকের মধ্যেই প্রাথমিক তদন্তের সাপেক্ষে অভিযুক্ত ৩ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করতে হবে।
• ১ জানুয়ারি, ২০১২ সকালেই বোর্ড অফ রেসিডেন্স এর মিটিং আহ্বান করতে হবে।
• ১ জানুয়ারি, ২০১২ দুপুর ১ টার ভিতরে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনপূর্বক চূড়ান্ত তদন্ত সম্পন্ন করতে হবে। অভিযুক্তরা অনুপস্থিত থাকলে, তারা আত্মসমর্থন করছে না বিবেচনা করে তাদের দোষী সাব্যস্ত করতে হবে।
• ১ জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৫টার ভিতর চূড়ান্ত সিদ্ধান্ত তথা আজীবন বহিষ্কারাদেশ দিতে হবে।
উপরোক্ত সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল ছাত্রছাত্রী উপ-উপাচার্যের অফিসের সামনে তাদের অবস্থান অব্যাহত রাখবে।
সবাইকে অনুরোধ করছি এই খবরটি সকল বুয়েটিয়ান গ্রুপে এবং বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য।
যারা আমাদের ক্রমাগত সমর্থন দিয়ে যাচ্ছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। যারা এখনও যোগ দিতে পারেননি...আপনাদের প্রতীক্ষা করছি!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।