আমাদের কথা খুঁজে নিন

   

তুমরা ওদের মৃত বলোনা

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। ওরা (মৃতরা)চলে গিয়াছে ওপাড়ে।

তুমরা ওদের মৃত বলো না। আমরা অন্ধ, তাই ওদের আমরা দেখি না। চাক্ষ্যুসমানরা সতত ওদের দেখেন। ওদের মধ্যে কেউ আমাদের মা,বাবা, ভাই,বোনের প্রাণ হয়েই ওরা আমাদের চারিধারে বাস করছে। আবার,ওদের মধ্যে কেউ অন্যপ্রাণী হয়েও আমাদের চারিধারে বাস করছে।

আমরা অন্ধ,তাই ওদের আমরা দেখি না। চাক্ষুনমানরা সতত ওদের দেখেন। ওদের মধ্যে যারা কর্মে উত্তম তারা আমাদের নিকটস্হ আত্বা হয়ে আমাদের চারিধারে বাস করছে। আর ওদের মধ্যে যারা কর্মে মন্দ তারা আমাদের দুরবর্তী আত্বা হয়ে আমাদের চারিধারে বাস করছে। আমরা অন্ধ তাই ওদের আমরা দেখিনা।

চাক্ষুনমানরা সতত ওদের দেখেন। ওরা আমাদের চারিদিকেই বিরাজ করছে। আর,ওদের মঙ্গলের জন্য আমরা যতই আল্লাহ,ঈশ্বর,ভগমান বলে ডাকি, যতই নামাজ,রোজা,হজ্জ পালন করি, যতই মিলাদ,মাহফিল,ধর্মীয় সভার আয়োজন করি। তাতে,ওদের,আমাদের কোন ক্ষতি নাই। তাতে,ওদের,আমাদের কোন পূণ্য নাই।

শুধুই ওদের পূণ্য,আমাদের চারিধারের প্রাণগুলোকে শান্তিতে রাখা। ওরা আমাদের চারিধারেই আত্বিক হয়ে বাস করছে। আবার,ওদের কল্যাণ বা শান্তির জন্য আমরা যতই প্রভূর নামে পশু,বলি বা জবাই করি। এবং যতই আমরা মসজিদ,মন্দির,চার্যে গমণ করি। তাতে,প্রভূ,ওদের,আমাদের কোন পূণ্য নাই।

বরং,পশু বলি,জবাই করে আমরা হয়তু আমাদেরই কাউকে বলি,জবাই করছি। আর আমরা অন্ধ,তাই আমরা ওদের দেখি না। চাক্ষুনমানরা সতত ওদের দেখেন। ওরা কেউ আমাদরে নিকটস্হ,দুরবর্তী আত্বিক হয়ে আমাদের চারিধারে বাস করছে। তুমরা ওদের মৃত বলো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।