তবে কোনো আমদানিকারক চাইলে নিজ পণ্যের জন্য পিএসআই পদ্ধতি ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করে ৩০ জুন থেকে পিএসআই পদ্ধতির বাধ্যবাধকতা প্রত্যাহার করে ১ জুলাই থেকে ঐচ্ছিক পিএসআই পদ্ধতি চালুর আদেশ দেয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের প্রতি বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে পণ্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার সময় পিএসআই সনদ জমা দিতে হবে না।
আমদানি করা পণ্যের ঘোষণার যথার্থতা উৎসস্থল থেকে যাচাইয়ের জন্য ২০০০ সালে বাধ্যতামূলক পিএসআই পদ্ধতি চালু করা হয়।
পিএসআই পদ্ধতির কারণে আমদানিতে বিলম্ব ও নানা জটিলতা হয় বলে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের দীর্ঘদিনের দাবির মুখে বাধ্যতামূলক পিএসআই পদ্ধতি বাতিল করা হলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।