যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি গর্ভনিরোধক বড়ি প্লান বি ওয়ান-স্টেপ বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের বাধানিষেধ না রাখার জন্য আদালত যে আদেশ দিয়েছে তারা তা মেনে নিয়েছে। ওই রায়ের বিরুদ্ধে তাদের করা আপিল আবেদন প্রত্যাহার করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রে শুধু ১৭ বছরের চেয়ে বেশি বয়সের নারীদের কাছে এ ধরনের গর্ভনিরোধক বড়ি বিক্রি করা হতো।
নতুন আইনের ফলে যে কোনো বয়সের নারী প্রয়োজনে জরুরি গর্ভনিরোধক বড়ি হাতে পাবেন। আর তাতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের হার অনেক কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যৌন সম্পর্কের ৭২ ঘণ্টার মধ্যে এ বড়ি সেবনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়।
এ বিষয়ে প্লানড ফাদারহুড ফেডারেশন অফ আমেরিকার সভাপতি সেসিলি রিচার্ডস বলেন, “এ সিদ্ধান্তের ফলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে সব বয়সের নারীদের জন্য ওষুধের দোকানের শেলভসে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন থাকবে এবং তা হবে অনেকটা কনডমের মতোই সহজলভ্য। ”
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের জেলা জজ এডওয়ার্ড কোরমান এক আদেশে জরুরি গর্ভনিরোধক বড়ি বিক্রিতে বয়সের সীমা তুলে নিতে বলেন। বিচারকের ওই রায়ের বিরোধিতা করে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসন।
এরপর গত সপ্তাহে উচ্চ আদালতের রায়ে জরুরি গর্ভনিরোধক বড়ি সব বয়সের নারীর নাগালের মধ্যে আনার পক্ষে মত দেয়া হয়।
তার বিরুদ্ধে আপিল করলেও তা প্রত্যাহার করে আদালতের রায় মেনে নিয়ে জাস্টিস ডিপার্টমেন্ট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।