আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের গর্ভনিরোধক বড়ি মুরগিকে খাওয়ানো হচ্ছে!

বাংলা ব্লগে লেখার অগ্রহ অনেক দিনের, তাই লিখছি ।

ওজন বাড়ানোর জন্য মানুষের গর্ভনিরোধক বা জন্মবিরতিকরণ বড়ি মুরগিকে খাওয়ানো হয় বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক ব্যবসায়ী। তবে চিকিৎসকেরা বলছেন, জন্মবিরতিকরণ বড়ি একধরনের হরমোন। এর সঙ্গে ওজন বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। না জেনেই মানুষ এই বড়ি মুরগিকে খাওয়াতে পারে।

শাজাহানপুর থানার পুলিশ জানায়, উপজেলার গণ্ডগ্রামের আনেছা বেগম ওরফে পাখি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ২০০৫ সালের জুনে তিনি হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়েন। ওই মামলায় গত ফেব্রুয়ারি মাসে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। এর পর থেকেই আনেছা বেগম পলাতক ছিলেন। এ ছাড়া তিনি ২০০৭ সালে ৪৩ কেজি গাঁজাসহ পুলিশের হাতে ধরা পড়েছিলেন।

সেই মামলাটিও আদালতে বিচারাধীন। বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) আরিফুর রহমান মণ্ডলের নেতৃত্বে শাজাহানপুর থানার পুলিশ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রাম থেকে গত শনিবার আনেছা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরদিন পুলিশ তাঁকে সঙ্গে নিয়ে গণ্ডগ্রামে তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বাড়িতে পাওয়া যায় বিপুল পরিমাণ সরকারি বিক্রিনিষিদ্ধ জন্মবিরতিকরণ বড়ি। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ‘সুখী’ নামের ৭৪ হাজার ৭০০টি জন্মবিরতিকরণ বড়ি কার্টনে ছিল।

বড়ি উদ্ধারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে আনেছা বেগম জানান, বগুড়া শহরের খান মার্কেট থেকে এক ওষুধ ব্যবসায়ী তাঁকে এসব বড়ি সরবরাহ করতেন। এ ছাড়া সবুজ ছাতা কার্যক্রমে জড়িত নারীরাও তাঁকে এই বড়ি সরবরাহ করতেন। মুরগির খামারিরা তাঁর কাছ থেকে এসব বড়ি কিনে নিয়ে ওজন বাড়ানোর জন্য মুরগিকে খাওয়ান। তবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুন্নবী বলেন, জন্মবিরতিকরণ বড়ি একধরনের হরমোন। এর সঙ্গে ওজন বৃদ্ধির কোনো সম্পর্ক নেই।

এ ধরনের কথা তিনি এই প্রথম শুনলেন বলে জানিয়েছেন। তবে বেশ কয়েকজন খামারি জানান, প্রাণিসম্পদ কর্মকর্তাদের না জানিয়ে অনেকেই মুরগিকে এ ধরনের জন্মবিরতিকরণ বড়ি খাওয়ান বলে তাঁরা শুনেছেন। বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, সরকারি ওষুধ বা জন্মনিয়ন্ত্রণ বড়ি বাইরে বিক্রি অবৈধ। একটি চক্র এই ব্যবসার সঙ্গে জড়িত। আনেছা বেগমের স্বীকারোক্তিতে সেই চক্রের সন্ধান কিছুটা পাওয়া গেছে।

পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। http://adf.ly/15eV3

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.