আমি একজন টিনএজার এডিস মশা। আমার নাম এডু। আমার গায়ের রং অনেক সুন্দর...একদম এ্যান্টার্কটিকার পেংগুইনের মত- সাদাকালো। আমি ভীষণ শক্তিশালী। আমার অসীম ধৈর্য্য।
আমি মানুষের বাসায় থাকতে খুব পছন্দ করি। কিন্তু মানুষ আমাকে একদম পছন্দ করে না । আমাকে মারার জন্য তাদের যে কত রকমের প্রস্তুতি! আমি যেন তাদের কামড়াতে না পারি সেজন্য তারা মশারি খাটিয়ে শোয়। কি অন্যায়!...মানুষের..থুক্কু.. মশাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রথম হল খাদ্য। অথচ আমাকে খাদ্য থেকেই বঞ্চিত করা হয়! না খেয়ে মানুষ..থুক্কু.. মশা বাঁচবে কি করে?
আমাকে খেতে নাই বা দিল... না হয় পাতার রস খেয়েই বাঁচব...কিন্তু আমার ঘরবাড়িও ধ্বংস করতে হবে? কী সব, কী সব গ্যাস দিয়ে যেন আমাকে মারার চেষ্টা করে।
আমার কামড়ে নাকি তাদের ডেংগুজ্বর হয়! কেনই বা কামড়াব না? ওরা আমাকে দেখলেই ধুমধাম মারে...আর আমি কামড়াব না?!! এই ব্যাপারটা নিয়ে 'বিতর্ক অনুষ্ঠান' করা উচিৎ। বিতর্কে আমিই জিতব! হি হি!
আমারও তো পড়াশোনা করতে ইচ্ছা করে! ছাত্র-ছাত্রীরা যখন বই খুলে পড়াশোনা করে, তখন আমিও একটু পড়াশোনা করার জন্য তাদের বইয়ের উপর বসি। আর আমাকে ধরে তাদের কি সেই মার! মারতে মারতে আধমরা করে ফেলে। অনেক কষ্টে পালিয়ে জান বাঁচাই। নো...দিস ইজ নট ফেয়ার এ্যাট অল! আমার বুঝি ড.এডু হওয়ার শখ নাই?
আর কি বলব? এত কষ্টে দিন কাটাচ্ছি...কবে না জানি মারাই যাই ।
আশা করি কোন ব্লগার মশা আমার দুঃখ বুঝবে... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।