আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রনাথ ও তার প্রতি আমার অশ্রদ্ধার কারণ। (এডিস ইফাজ এর লিখা অনুসরনে)

বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রানের সুখ। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ

এডিস ইফাজ নামক একজন ব্লগার জাতীয় সংগীত নিয়ে একটি পোষ্ট দিয়েছেন। তার তিনি লিখেছেন কেন মনে করনে জাতীয় সংগীত পরিবর্তন হওয়া উচিৎ। তার পোষ্টে দেখলাম এযাবত + ১৬ টি এবং -১৯ টি। মন্তব্য অনেক।

তবে নেগেটিভ মন্তব্যই বেশী যে গুলো অধিকাংশই কোন যুক্তি নেই। কেউ তাকে বলেছেন ছাগল, কেউ বলেছেন রিভার্স খেলছে আবার কেউ বলেছেন তিনি বিএনপি পন্থি। আবার কেউ না বুঝেই লিখেছেন রিপোর্টেড। আমি তাতে বুঝলাম যুক্তিযুক্ত কোন কারন না থাকলেও তার পোষ্টকে শুধুমাত্র আবেগের অতিশয্যে মাইনাস ও নেগেটিভ মন্তব্য করেছেন। আমাদের দেশে যে পরিমান রবিন্দ্র চর্চা হয় তার ১০ ভাগের একভাগও ইন্ডিয়ায় হয়না।

একজন গুনি মানুষকে নিয়ে এটা হবে এটাই স্বভাবিক। এদেশে সেক্সপিয়র, আল্লামা ইকবাল, ইবনে সিনা ইত্যাদিদের নিয়েও আলোচনা হয়। কিন্তু যখন দেখি রবিন্দ্রনাথকে নিয়ে খুব বাড়াবাড়ি রকমের বেশী চর্চা হয় তখন একজন বাংলাদেশী হিসেবে আমার অস্তিত্ত্বে আঘাত লাগে। কারন আমি পরজীবি হিসেবে বাঁচতে চাইনা। আমার দেশে অনেক কবি অনেক সাহিত্যিক এবং গুনি লোক আছে।

কই তাদের নিয়েতো এর ১% আলোচনা হয়না! রবীন্দ্রনাথ এদেশের কেউ না। তিনি এদেশে এসেছেন তার জমিদারি করার জন্য। কুটি বাড়ি বানিয়েছেন তার জমিদারি রক্ষার জন্য। আর কুটি বাড়ির ইতিহাস অবশ্যই সবাই জানে যে এখানে প্রজাদের কি পরিমান অত্যাচার করা হতো। তবুও রবিন্দ্রনাথ কে নিয়ে আলোচনা হয়।

আমার তাতে ক্ষোভ নেই। কিন্তু যখন মনে পরে এদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে রবীন্দ্রনাথ কলকতার রাস্তায় মিছিলের নেতৃত্ব দিয়েছেন তখন তার প্রতি আমার আর শ্রদ্ধা থাকেনা। যখন আমি এদেশের জাতীয় সংগীত শুনি আর মনে পরে এ গানটি ই রবিন্দ্রনাথ লিখেছেন এদেশের বিরুদ্ধে তখন আমার নিজের অস্তিত্ব নিয়ে নিজেরই প্রশ্ন জাগে। প্রিয় ব্লগার ভাইয়েরা। দয়া করে এ ব্যাপারে যদি কোন যুক্তি থাকে যে তিনি এদেশের বিরুদ্ধে এ গানটি লিখেন নাই, তিনি এদেশকে ভালবেসে এদেশের জন্যই এ গানটি লিখেছেন তবে একটু যুক্তি দিয়ে সেটা জানাবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.