আমাদের কথা খুঁজে নিন

   

শ্রদ্ধা

সবাই আমরা ঢাকা আসি জীবিকার তাগিদে ফেলে আসি আপনজনদের ও শ্রদ্ধেয় মুরুব্বিদের। এই আসা যাওয়া অতিতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু অতিতের ন্যায় আমাদের অগ্রজদের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা বহন করতে পারছি? আমার স্কুল ও কলেজ জীবনে আমি দেখেছি যখন আমরা পাবলিক বাসে চড়তাম এবং কোন সিনিয়র সিটিজেন বাসে থাকত, তরুন ও অন্যান্নরা পরম শ্রদ্ধায় তাঁকে বসবার জন্যে আসন ছেড়ে দিত। আজ কাল প্রায় দেখি ঠিক এর বিপরিত চিএ। বতমানে ঢাকা শহরে উচ্চ শিক্ষিতের হার বংলাদের অন্যান্ন সব স্হান হতে অধিক।

এত উচ্চ শিক্ষিতের মাঝে আমাদের সেই ভক্তি শ্রদ্ধা কোথায়। একটি ছোট্ট চিএ তুলে ধরছি। গতকাল আফিস শেষ করে বাসে বাসায় ফিরছি। আমার সাথেই একজন সিনিয়র সিটিজেন দাড়ান। কিছুদূর যাবার পর সামনের আসন খালি হল।

একজন তরুন প্রায় ধাক্কা দিয়ে সেই সীট দখন করল। সীটে বসে মুরুব্বিকে আমন্ত্রন করল তাঁর হাতে ধরা ব্যাগটি তাকে দেবার জন্য কিন্তু বসবার আমন্ত্রন করল না। পরবতি এক ঘন্টারও অধিক সময়ে তিনি দড়িয়ে ছিলান কেউ পাত্তাই দিল না। এইখানে নিজ পিতা বা আত্নিয় থাকলে আমরা কি করতাম? এই চিএ প্রতিনিয়তই আমরা দেখি। এই কোন সভ্যতা আমাদের।

এত উচ্চ শিক্ষিতদের ঢাকা শহর নিয়ে আমরা কোথায় যাচ্ছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।