যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই.. যতটুকু জেনেছিলাম...সুরঞ্জিত ও কাদের দুজনেই নরসীংদির মেয়র লোকমান হত্যাকান্ডের প্রেক্ষিতে সরকারের পদক্ষেপের সমালোচনা শুরু করেছিলেন। সুরঞ্জিত ও কাদের কে কি ঘুষ হিসেবে দেয়া হলো, যাতে তারা আর কথা না বাড়ান? সরকার কি একটু চিপায় পড়ে গেছে? সুরঞ্জিত-কাদের মন্ত্রিসভায়, হাছানও পূর্ণ মন্ত্রী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।