আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্রতা সে তো শুধুমাত্র একুশে ফেব্রুয়ারীতেই !!!!

সদা নিরুপায় তবুও অকুতোভয় দেশের প্রতি কিছু জায়গার ভালবাসা বা সম্মান প্রদর্শন আমার কাছে এখন ন্যাকামী বা লোক দেখানো মনে হয়। যেমন একুশে ফেব্রুয়ারী আসলেই কি কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতি শ্রদ্ধাবোধই না জেগে ওঠে। জুতা পায়ে বেদিতে যাওয়া যাবে না! কিন্তু সারা বছর ওই পবিত্র জায়গায় মাদকসেবীদের আড্ডাস্থল হয়ে হয়ে থাকে। সভা-সমাবেশ তো আছেই। হায় রে পবিত্রতা !! আর শহীদ মিনারের পিছনেই ঢাকা মেডিকেল হাসপাতাল।

কিন্তু সেখানেই উচ্চস্বরে মাইক বাজিয়ে সভা-সমাবেশ চলছে। অসুস্থ মানুষ অসুবিধার কথা কি মনে থাকে তথাকথিত দেশপ্রেমী, মানবপ্রেমী (!) নেতাদের? আর তারা কিন্তু নগ্নপদে সেখানে বক্তৃতা দেন না। পবিত্রতা সেতো শুধুমাত্র একুশে ফেব্রুয়ারী আসলে! একদিনই বা কম কিসে। বড়ই সেল্যুকাস!!! হয় শহীদ মিনারে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হোক, না হয় ঢাকা মেডিকেল হাসপাতালটিকে সরিয়ে সোহরায়ার্দী উদ্যানে নিয়ে যাওয়া হোক। সেখানে তো অসুস্থ মানুষদের তেমন কষ্ট পেতে হবে না।

শুনতে হবে না নষ্ট বা নষ্টাদের মিথ্যা সংলাপ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।