আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) রিনিঝিনি কাঁচের চুড়ি, কার না পছন্দ। আমার চুড়ি পছন্দ হলেও হাতে পড়া একদম পছন্দ না।
অনেক অনেক রং-বেরংয়ের চুড়ি থাকবে আলনা ভরা এটা অনেক ভাল লাগে।
আমার ছোট্ট সংগ্রহশালার একটু....
আরেক সাইড। সেই প্রাগৈতিহাসিক আমলের চুড়িও আছে এখানে। অ্যান্টিক মূল্য পাবার যোগ্য
মিষ্টি ছোটাপ্পিটা সেদিন গিফট করেছে এই লাল-সাদা চুড়ি গুলো
সামান্য-ই। উপরে আবার রুবি-পান্না-মনি-মাণিক্য বসানো এক জোড়াও আছে
ছোট্ট আলনায় জায়গা হয়না তাই মগের বাক্সে আমার সোনা খচিত....
কোনদিন প্যাকেটই খোলা হয়নি এরকমও আছে
এবার নজর দেই অন্য কিছুতে
আমার হাবিজাবি গয়না-গাটি।
মাটি-কড়ি-শামুক-পাথর কি নেই
আমার রত্ন ভান্ডারটা
কি নেই এতে? সোনা-মুক্তা, ডায়মন্ড রুপী-গুল্ট্রাম-ডলার সব আছে সব
নটে গাছটি মুড়োলো। আমার রত্নভান্ডার কাহিনী ফুরলো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।