https://sites.google.com/site/mkazi2009/ আমাকে আমার মত থাকতে দাও আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি যেটা ছিলোনা ছিলোনা সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন আরো পড়তে এখানে গুতো দিন তাইওয়ানের পূর্ব তীর ঘেঁষে তাইতুং অঞ্চলে বাস করে প্রাচীন একটা গোত্র পুইউমা আদিবাসীরা ।প্রতি ডিসেম্বরে বাঁদর অনুষ্ঠান আর শিকারের অনুষ্ঠানের আয়োজন করে এবং এ ধরণের নানা আচার অনুষ্ঠান দিয়ে নতুন বছর শুরু করে। ছেলেরা কোন পরিবারের বসার ঘরে দৌড়ে ঢোকার পরে, তারা উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে চিৎকার করে বলে: হালাবাগাই ( আমরা এখানে খারাপ আত্মা তাড়াতে এসেছি)! ছেলেরা তাদের কাজ শেষ হলে, পালুকুয়ানে ফিরে আসে (ঐতিহ্যগত তরুণদের মিলিত হওয়ার স্থান) আর যেসব পরিবারের খারাপ আত্মা তাড়াতে তারা সাহায্য করেছে তাদের বানানো মিষ্টি উপভোগ করে তারা সেখানে।আরো পড়তে এখানে গুতো দিন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।