আমাদের কথা খুঁজে নিন

   

চাটগাইয়া নও জোয়ান..চলে আসো বিকাল ৪ টার চলমান ভারতীয় পানি ও সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে ব্লগার & অনলাইন এক্টিভিস্টদের মানববন্ধনে।

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর আজকের অনুষ্ঠানের জন্য বানানো ব্যানার এবং কিছু প্ল্যাকার্ড শুধুমাত্র যারা দেশকে ভালবাসেন ভন্ডামী ছাড়া, যাদের অহেতুক প্যাচালের ইচ্ছা নাই তারা চাইলে চলে আসুন আজকে বিকাল ৪ টায় চট্টগ্রাম কাজীর দেউরী মোড়ে হতে যাওয়া, চলমান ভারতীয় পানি ও সীমান্ত আগ্রাসন নিয়ে "বাংলাদেশী অনলাইন বন্ধুরা" (Online Friends of Bangladesh) এবং Save Our Sovereignty (SOS) এর যৌথ উদ্যেগে সম্পুর্ন অরাজনৈতিক প্লাটফর্ম আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে। সবাইকে ধন্যবাদ। প্যাচ না মেরে কে কোন দল করে না বের করে দেশকে ভালবাসেন। নিজে যেমন পাবেন অন্তরে প্রশান্তি, তেমনি দেশটাও থাকবে ভাল। হানাহানি,সন্দেহ, অবিশ্বাস আর বিভাজন সৃষ্টি করলে লাভ যেমন আপনারও হবেনা তেমনি আমারো। লাভের লাভ হবে আগ্রাসী দেশের। ভেবে দেখবেন আশা করি। "সবুজে শ্যামলে আঁকা থোকা থোকা জুঁই... নাও-নদী-ঢেউ-জল দেব না কিছুই... উজাড় দু'হাত জুড়ে শোধ নেব ঋণ... দেব না সীমানা ছেড়ে ইঞ্চি জমিন.." ফেসবুকে- View this link  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।