আমাদের কথা খুঁজে নিন

   

চাটগাইয়া ভাষা শিক্ষা : ন যাইয়ূ ,একটি ফানি পোস্ট।

স্বাগতম

একবার ছুটিতে গিয়ে বন্ধু হেলালের বোনের বাড়ী চন্দ্রঘোনা পেপার মিলে বেড়ানোর ইচ্ছে হলো। যেই কথা সেই কাজ,তিন বন্ধু মিলে একদিন বাসে উঠে বসলাম।আমার লেখাটা কিন্তু বাসে ভ্রমন কাহিনী নয়,অভিজ্ঞতা কাহিনী! যাক পৈত্রিক নিবাস আমার কুমিল্লা জেলার এক অজগায়ে এবং দাদা-দাদী ছোটকাল থেকেই নেই বলে খুব একটা কুমিল্লা বা আমাদের দেশের বাড়ী যাওয়া হতোনা।তাই আমার দেশেরও সব আঞ্চলিক কথার মানে আমিও বুজিনা। চন্দ্রঘোনাতে আমি এদিকে চিটাগাং নেমে আমরা চন্দ্রঘোনার একটা লোকাল বাসে উঠলাম।ব্যস হয়ে গেল আমাদের চক্ষু চরখগাছ!আমরা বুজে উঠতে পারছিলামনা আমরা কি বাংলাদেশে নাকি থাইল্যান্ডের কোন এক শহরে এসে পরেছি!বাসের লোকজন আজব ভাষায়(প্লিজ ন মাইন্ড)কথা বলছে যা আমাদের মোটেই পরিচিত নয়,কিছুতেই আচ করতে পারছিলামনা তাদের কথার অর্থ! একসময় আমরা তিন জনেই সৌদি আরবে ছিলাম,আরবি কথা আমরা বুজতে পারলেও এই ভাষা মোটেই বুজতে পারলামনা। তার পরের কথা,আমাদের দেশের সব ভাষা কি আমরা মোটামুটি শিখতে পারিনা? চলুন ট্রাই মারিঃ- শিক্ষক ব্ল্যাক বোর্ডে লিখলেন “ছাগল” ছাত্রকে বানান করে পড়তে বললেন। ছাত্র দাঁড়িয়ে বললো ঃ ছ-গ-ল... “ছল” পা-গ-ল... “পল” ১ খানা.. . এককান ১ টি ... উজ্ঞো (আমাদের কুমিল্লাতেও) ২টা... দুউয়া ৫টা... ফাচচো ১০টা... দোশশো ১৫ খানা... ফোন্ডোরখান ন যাইয়েন আরো শিকিবেন ভাল... গম মামা-ভাগিনা... মো-বাইনা আমরা... আরা হঠাৎ... আ-তিককা টাকা-পয়সা... টিয়া-ফইশা রস... লশ শরীর... গ বেগুন... বাইয়ুন শুটকি... উনি শুধু শুধু... ছুন ছুন পাগলামী... ফোলাই বরবটি... লইব্বা এখানে... ইক্কা পারিবনা... নফাইজজুম করিবনা... নগৈজ়জুম যাবনা... নযাইয়ুম শালা... আলা দুলাভাই...মিয়া মামা... মো বাবা... ব বড়ভাই... বদ্দা রাস্তা…লাস্তা ট্রেন…লেলগাড়ী পুকুর…ফইর পড়ালেখা…ফন্না শশুর বাড়ী…ওরো বাড়ী রোড…লোড আমি…আই সে…ইতা মাটি…মেডি পাতিল…ফাতিল শুয়ে থাক…ল্যাডিতাক চুপ কর… দম লাক আমরা চট্টগ্রামের…আরা চাটগাইয়া পাদটীকাঃচট্টগ্রামের ব্লগাররা মাইন্ড খাইবেননা।ইহা একটি ফান পোস্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।