আমাদের কথা খুঁজে নিন

   

মোটা লোকের জন্য

প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। অত্যন্ত স'ূল এক যাত্রী জোড়া আসনের বেশি অংশ দখল করে থাকায় আমেরিকান এক ব্যবসায়ীকে বিমানে সাত ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর্থার বারকোবিটজ (৫৭) নামে ওই ব্যবসায়ী জানান, তিনি অ্যাংকারেজ থেকে নিউ ইয়র্কগামী বিমানে উঠে দেখতে পান তার নির্ধারিত আসনের অধিকাংশ দখল করে আছেন ৪০০ পাউন্ড (প্রায় ১৮১ কেজি) ওজনের অপর এক যাত্রী। ওই যাত্রী অবশ্য আর্থারের কাছে এই সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেন।

তবে এতেও আসল কাজ হয়নি। বিমানে আর কোনো আসনও খালি ছিল না। ফলে স'ূল যাত্রীর জন্য তাকে প্রায় পুরোটা পথ দাঁড়িয়ে থাকতে হয়। পরে তিনি বলেন, ওই স'ূল যাত্রীর উচিত ছিল দু’টি আসন ভাড়া করা। অবশ্য বিমান কোম্পানি তার ক্ষতি কিছুটা পুষিয়ে দিয়েছে।

তিনি টিকিট কিনেছিলেন ৮০০ ডলার দিয়ে, বিমান কোম্পানি তাকে ২০০ ডলারের একটি ভাউচার দিয়েছে। সূত্র : আইএসআইএন। এবং নয়াদিগন্ত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।