কেবল ওজন বেড়ে যাওয়ার কারণে প্রায় ৫ হাজার সদস্য ছাঁটাই করে ফেললো সোশাল নেটওয়ার্কিং প্লাটফর্ম বিউটিফুল পিপল ডট কম। বড়দিন ও নতুন বছরের ছুটি কাটানোর পর সদস্যরা নিজেদের ছবি সাইটটিতে প্রকাশ করার পর কর্তৃপরে নজরে আসে বিষয়টি। ছবিগুলোতে ছুটিতে তাদের ওজন কয়েক পাউন্ড করে বেড়ে গেছে, এমনটাই দেখা গিয়েছে। খবর বিবিসি টেকনোলজির।
বিউটিফুল পিপল ডট কম ওয়েবসাইটটি আকর্ষণীয় ব্যক্তিদেরই সদস্য হওয়ার সুযোগ দিয়ে থাকে।
নতুন সদস্য নেয়ার ক্ষেত্রে ইতোমধ্যেই সদস্য এমন ব্যবহারকারীদের ভোট দিতে হয় যে, আগ্রহী প্রার্থী যথেষ্টই আকর্ষণীয়। বিবিসি জানিয়েছে, যাদের সদস্যপদ বাতিল করা হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার অধিবাসী।
বিউটিফুল পিপল ডট কম সাইটটি নিজেদের নেটওয়ার্ককে ‘বিশ্বের আকর্ষণীয় মানুষদের সর্ববৃহৎ নেটওয়ার্ক’ বলে আখ্যায়িত করে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
বিবিসির মাধ্যমে আরো জানা যায়, সাইটটির প্রতিষ্ঠাতা রবার্ট হিন্টজে এ ব্যাপারে বলেছেন, ‘ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সদস্য হারানোটা আমাদের জন্য তি বটে। তবে এটাও ঠিক যে, অন্য সদস্যরা সাধারণ সদস্যদের মধ্যে সৌন্দর্য্যের যে স্ট্যান্ডার্ড আমাদের সাইট থেকে দাবি করেন, তা বজায় রাখতেই এই পদপে নিতে হয়েছে আমাদের।
’
শারীরিকভাবে মোটা মানুষদের আমাদের সাইটে থাকতে দেয়াটা ব্যবসার জন্য এবং যে কনসেপ্টের উপর বিউটিফুল পিপল ডট কম প্রতিষ্ঠিত হয়েছিল, সেই কনসেপ্টের জন্যও হুমকি বলে জানান রবার্ট
পাঠক আপনি মোটা হইলেও হইতে পারেন, তবে আপনাকে যেন ছাটাইয়ের তালিকায় পড়তে না হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।