পেতে চাই সত্যের আলো, হতে চাই বিশ্বাসীদের একজন ভাই আমার পুলাটা কান্তাছে অনেক্ষণ ধইরা। কান্তে কান্তে হেচকি তুইলা তুইলা টায়ার্ড হয়া গেল, কিন্তু এখনো তার কান্না থামতাছে না। অফিস থেকে ফিরা আইছি নষ্ট মাথা লইয়া(একাউন্টে হিসাব মিলে নাই, বস ঝাড়ি মারছে- চাকরী যাবে কিনা সেই ভয়ে আছি), এর মইধ্যে বউ শুরু করছে চিল্লাপাল্লা(গতকাল তার লাইগা লিপ্সটিক আনছি, অহন একদিন ইউজ কইরা আমারে কয় এই জিনিস তার পছন্দ না, মার্কেটে ফেরত দিয়া আইতে)।
আমি বউরে বুঝানোর চেষ্ট করছি ইউজ করা জিনিস ফেরত দেয়া যাইবো না, তখন আমার বাপধন শুরু করল তার ঐতিহাসিক চিৎকার।
কারনটা কি?
এতক্ষনতো নিজেনিজে সুন্দর কইরা কম্পিউটার গেমস খেলতেছিল।
হঠাত কি হইল?
কইলাম, আব্বা তুমার কি হইছে?
এরপর পোলা যা কইল তা শুইনা আমি পুরা কাইত।
আমি ব্লগাই ,এইডা আমার পুলা যানে। তাই বাপের দেখাদেখি হেও ব্লগে ঢুকে। একটু আগে হে দেখছে একজন পুস্ট দিছে ইশকুলে আমার মাইয়ার পরীক্কা, হগলের দোয়া চাই । আমিও ব্লগার আর আমারো একখান পুলা আছে ।
তাইলে আমি ক্যান আমার পুলারে নিয়া ব্লগে পুস্ট দিলাম না? হে কি কারো চেয়ে কম কিছু?
অহন পুলারে থামানোর লাইগা পুস্ট দিলাম। দেখি পুলাডা যদি এবার থামে।
==================================
কিছুদিন আগে সামুতে বেশ কিছু ফ্লাডারের আবির্ভাব ঘটেছিল যারা একের পর এক কপি পেস্ট পোস্ট দিয়ে প্রথম পাতা দখল করে রাখত। ফলে ভাল বা মৌলিক লেখা বেশীক্ষণ প্রথম পাতায় থাক্ত না। অনেক প্রতিবাদ করে এদের থামানো গেছে, এখন এসেছে নতুন শ্রেণী।
তারা পরীক্ষার জন্য দোয়া চান। ভাই ব্লগ দোয়া বা অভিশাপ চাওয়ার জায়গা না। দয়া করে এসব আজেবাজে পোস্ট দিয়ে প্রথম পাতায় জায়গা নষ্ট করবেন না।
কারো মনে ব্যথা দেয়ার জন্য এই পোস্ট নয়। আশা করি সবাই বুঝতে পারবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।