সেই আয়োজন, যাতে ছিল অমসৃণ বাঁশের ফালি, আবেগের জোর, স্বেদ-স্নিগ্ধ ভ্রুকুটি, কিছুটা স্বপ্ন এবং অবশ্যই মৃত্তিকার জড়ানো- আঠালো সহনশীলতা। ... কেমন করে একদিন ঠেসে দিয়েছি নরম মাটির গহিনে! আর্তনাদ করে মাটি বলে ছিল, 'যদিও ব্যথা পাই, তবু জেনো, এতে কাজ হবে খুব। মাচাটি টিকে থাকবে বহুকাল। আর এখানে সব্জিও হবে জবর।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।