আমাদের কথা খুঁজে নিন

   

হেঁটেই যাব ঢাকা -সুমাইয়া বরকতউল্লাহ্

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন পণ করেছি এখন হতে, হেঁটেই যাব ঢাকা হাঁটব কেবল দেখব যখন, রাস্তা খানি ফাঁকা ঢাকা শহর অনেক দূর, লাগবে অনেক ঘন্টা তবুও গাড়ী চড়তে যেন, চায় না আমার মনটা আগের দিনে মানুষ যেমন, যেতো ঢাকায় হেঁটে সঙ্গে নিত রুটি, চিঁড়া, পান সুপারি বেঁটে তেমনি করে এই জমানায়, হেঁটেই যাব ঢাকা ভয় করে যে কখন জানি, ওল্টে গাড়ীর চাকা যেতে যেতে ঢাকা শহর, গাইব একটি গান সময়ের চেয়ে জীবনটা ভাই, অনেক মূল্যবান

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।