চকিত চাহনী সেই হৃদয় দহনের ক্ষণ প্রতিটি প্রভাতে
শুধু হেঁটেই যাবো
প্রভাতেরও প্রথম গোলাপের পাঁপড়িতে
শিশির বিন্দু হয়ে
চির চৈতন্যে জেগে ওঠবো--
পূঁজোর প্রথম রক্তজবার অঘ্রাণ মদিরতায়;
পাঁচিল টপকাবো শেষ প্রহরে।
রাজসিংহাসন আর জমিদারী
বরফ গলা সাগরের মতোই টলোমলো ঢেউ আজ--
দেনা-পাওনার কতো হিসাব বাকীর খাতায়;
প্রজারা বেমালুম শঙ্কায়
সিরাজ ফিরবে কী ফিরবে না!
সভ্যতার বেনিয়াদী প্রেক্ষাপট
রাতভর চোখের পাতায় নাচে
এ-ঘর ও-ঘর করে ফিরে হৃদয়ের আনাচে-কানাচে।
দিশারী দিশা পথের অদূরে
ছেড়ে আসা ভুলে ফুলের মালা
আজ সব ফিরে ফিরে হলো স্মরণের পাঠশালা।
তাই তো অসাড় নীল পদ্মমনি ঘাট থেকে
কত যে কঠিন সহজ করে
শত বছরের পথ ধরে শুধু হেঁটেই যাব--
না ফিরবো না বিলীন হবো!
মঈন ফারুক; ০৩ মে ২০১১, সকাল ১০.৩০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।