আমাদের কথা খুঁজে নিন

   

এইরুপ বাক্য শুনিয়া কাহার লুঙ্গির বাধন ডিলা হ্ইতে লাগিল.....

নিঝুম রাতে, একটি টিনের ঘরে একা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে , বৃষ্টির শব্দ আমাকে জাগিয়ে রাখে অনেকক্ষন হোতা পুর আর ক্ষেদা পুর এর মধ্যে দূরত্ব তেমন বেশি নহে । তারপর উহারা আলাদা । যদিও ক্ষেদাপুরের লোকজন টাকা পয়সা আর জ্ঞানজ্ঞমিত্যে নিজেদের এট্রু উচচ বলিয়াই মনে করে । তবে এ নিয়া হোতাপুর বাসীর কোন মাথা ব্যাথা নাই। তাহারা নিশ্চিন্তে সারা দিন শহরে কামলা খাটিয়া সারা রাত বউকে পাশে লইয়া সুখে নিদ্রা যায়।

একদিন প্রতুষ্যে হোতাপুর বাসীর এই সুখ নিদ্রায় ব্যাঘাত ঘটিল বিশল ঢেড়া পিটানোর আওয়াজ শুনিয়া । হোতাপুর বাসীর লোকজন আপন আপন লুঙ্গিতে গিট্রু মারিয়া চোখ চোখ ডলিতে ডলিতে বাহির হইল এবং একে অন্যকে জিজ্ঞাসা করিতে লাগিল বিষয়টা কি? তাহাদের চোখ ডলার মাঝেই ঢেড়া বাদক ঘোষনা করিল " যে অদ্য দিন হইতে হোতাপুর বাসীগন আর ক্ষেদাপুরের উপর দিয়া যে পাকা রাস্তা শহরে দিকে গিয়াছে তাহা ব্যবহার করিতে পারিবে না। কারন ওই রাস্তায় ক্ষেদাপুরের বালক বালিকারা ক্রীড়ার জন্য বরাদ্দ করা হইয়াছে। " সকাল সকাল এইরুপ বাক্য শুনিয়া কাহার লুঙ্গির বাধন ডিলা হ্ইতে লাগিল । কেহ চেচাইয়া ঢেড়া বাদকের বংশ ও তাহার পূর্ব পুরুষের গুষ্ঠি উদ্ধার করিতে লাগিল।

কয়েকজন যুবক ইতিমধ্যে একখানা কাকতাড়ুয়া লইয়া আসিয়া উহাতে অগ্নি সেযোগ করিয়া প্রতিবাদ মিছিল করিতে লাগিল। ছাগু পাগলা রাস্তার মোরে দাড়াইয়া চেচাইয়া বলিতে লাগিল " ইহা যে ঘটিবে তাহা তো সে বহু পূর্বেই ভবিষ্যৎ বানী করিয়াছিল। তখন তাহাকে কেহ াল বলিয়া ও পাত্তা দেয় নাই। ইত্যাদি...ইত্যাদি.." ওদিকে ওই দিনের পত্রিকায় ছাম্বাদিগগন হেডলাইন জ্বালাময়ী ভাষন দিয়া ভরিয়া ফেলিল। হোতা পুরের মাদবর গোষ্ঠী কহিল তাহার বিষয়টি লইয়া আলাপ আলোচনা চালাইতেছে।

আশা করা যায় কিছু দিনের মধ্যে ইহার একটা সমাধান ঘটিবে। কেউ কেউ উচ্চ বাচ্য করিতে লাগিল.............আরে কেউ শহরে যাইবার জন্য জঙ্গল কাটিয়া পথ তৈরী করিবার কথা বলিতে লাগিল......এই রুপ বাক্য শুনিয়া কয়েকজন নিশ্চিন্ত মনে আপন আপন ঘরে গিয়া দরজা আটিয়া বউকে লইয়া সুখ নিদ্রায় মগ্ন হইল । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।