আমাদের কথা খুঁজে নিন

   

খবরটা অবশ্যই আমাদের জন্য দুঃখের: ব্যয় বেশি হওয়ায় বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে বসতে ভা্ল লাগে....। ব্যয় বেশি হওয়ায় বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন। আর এজন্য কয়েক শ কোটি টাকা প্রয়োজন বলে দেশটিভিকে দেয়া এক সাাতকারে একথা জানান তিনি। আব্দুল মোমেন জানান, দেশের অব্যাহত উন্নয়ন তৎপরতার কারণে জাতিসংঘসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি এখন অনেক উজ্জ্বল।

তবে জাতিসংঘের নিজস্ব অর্থসঙ্কট থাকায় ও বাংলাদেশের পে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা দুষ্কর হওয়ায় এই প্রস্তাব বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। ড. মোমেন বলেন, ‘যখনই আমরা প্রস্তাব কিংবা দাবি নিই, তখন আমরা কিন্তু কখনো তলিয়ে দেখি না যে কতটুকু টাকা বেশি খরচ হবে। থিয়োরিটিক্যালি কারো কোনো আপত্তি নেই যে বাংলা একটা জাতীয় ভাষা হোক। বাংলাদেশ কি এর খরচ বহন করতে পারবে-এ কথা উলেখ করে তিনি বলেন, খরচ কিন্তু ১/২ কোটি না, অনেক কোটি টাকা। ইউএনএতে বিভিন্ন ভাষা অনুবাদ হয়, কিন্তু খরচ অনেক।

একটা পেজ করতে প্রায় আড়াই হাজার ডলার খরচ হয়। এখন বাংলাকে সেখানে যোগ দিতে গেলে পয়সা লাগবে। আগে অনেক দেশ চেষ্টা করেছে। জাপানিরা চেষ্টা করেছিল। কিন্তু পয়সা বেশি লাগবে বলে তারা রাজি হয়নি।

ড. মোমেন আরো বলেন, ‘আমরা এখন যে পজিশনে আছি, ভাবমূর্তির দিক থেকে ইউএনএর প্রত্যেক করিডোরে বাংলাদেশ মডেল নামে পরিচিত, ডেভেলপমেন্ট ও লিডারশিপের মডেল-এটা এমনিই হয়নি। সিকিউরিটি কাউন্সিলের মতো জায়গায় ওরা আমাদের যথেষ্ট পাত্তা দেয়, সিকিউরিটি কাউন্সিল মুরুব্বিদের জায়গা। এখন আমাদের ক্ষমতা এসেছে, আমরা বললে শুনতে হয় ওদের। উলেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে গ্রহণ করার প্রস্তাব করেন। একই সঙ্গে তিনি এ প্রস্তাবের স্বপে তার যুক্তিও তুলে ধরেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.