আমাদের কথা খুঁজে নিন

   

খবরটা পড়ে মনটা খুবই খারাপ হলো

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

খবরটা পড়ে খুব কষ্ট পেলাম। ভারতের হিমাচল প্রদেশের একটি মন্দিরে চলছিল সপ্তাহব্যাপী নবরত্ন উৎসব। প্রতিদিনই প্রচুর লোকজনের সমাবেশ হতো। গতকাল রবিবার সেখানে গিয়েছিল প্রতিদিনের চেয়ে আরো অনেক বেশী লোকজন।

মূল ভুমি থেকে মন্দিরটি প্রায় ২০০ মিটার উঁচুতে। সেই মন্দিরে উঠার সিড়িটি খুবই সরু এবং ঘটনার আগের রাতে গুড়ি গুড়ি বৃষ্টির জন্য সিড়িটি ছিল পিচ্ছিল। সকালের দিকে মূল গেটের কাছাকাছি সিড়িটির একটি অংশ ভেঙ্গে যায়। যার জন্য ঘটনাস্থলে মারা যায় প্রায় ৫০ জন। আর তখনই শুরু হয় হুড়াহুড়ি।

পায়ের নিচে পিষ্ঠ হয়ে অনেকে মারা যায় এবং কেউ আহত হয়। আহতদের অনেক পরে নেয়া হয় ঐ পাহাড়ী অঞ্চল থেকে ৬০ কিলোমিটার দুরত্বে থাকা হাসপাতালে। পথিমধ্যে মারা যায় অনেকে। ধারনা করা হচ্ছে প্রায় ১৫০ জন মারা যায় পায়ের নীচে চাপা পড়ে এবং সিড়ি ভাঙ্গা দুর্ঘটনায়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

প্রচন্ড মর্মান্তিক। সৃষ্টিকর্তা নিহতের স্বজনদের শোক ভোলার ধৈর্য্য দিক। সূত্র: একটি জাতীয় দৈনিক, ছবিটি একটু ফেড করে দেওয়া হলো ======================= এই খবরটা পড়ে মনে পড়ে গেল আমাদের দেশেও প্রায় প্রতিবার জাকাতের কাপড় দেয়ার সময় কোন কোন অঞ্চল থেকে এমন খবর পাওয়া যায়। আমাদের দেশের দেখানো জাকাত দেনেওয়ালারা সারা এলাকায় মাইক আর ঢোল দিয়ে প্রচার করে জাকাত দেয়ার তারিখ আর সময় আর নিজের নাম। হাজার অভাবী মানুষ সেই জাকাতের শাড়ী লুঙ্গি নিতে যেয়ে পায়ের নীচে পদদলিত হয়ে মারা যায়।

কিন্তু জাকাত দেনেওয়ালার নাম ডাক ছড়িয়ে পড়ে সমাজে একজন দারবীর হিসেবে। ধিক এই সংস্কৃতিতে। ধর্ম এদের সাইনবোর্ড। দান এদের সামাজিক ঢাল আর নাম।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.