আমাদের কথা খুঁজে নিন

   

বিষয়টিতে দৃস্টি আকর্ষন করছি

নিজে শিক্ষিত হলে হবে না- প্রথমে বিবেকটাকে শিক্ষিত করতে হবে কেহ যদি পারেন তাকে একটু সাহায্য করুন , বিশেষত যদি কোন সাংবাদিক ভাই এই টপিকটি পড়ে থাকেন তবে বিষয়টি তদন্ত পুর্বক প্রতিবেদন করে তাদেরকে সাহায়তা করতে পারেন - পোস্টটি বিভিন্ন সামাজিক সাইট ও ফোরাম থেকে সংগৃহিত আমি সজিব মোরশেদ, চট্টগ্রামে একটি বেসরকারী কলেজে বি.বি.এ করছি -গত বৎসর আমার বাবা হঠাৎ করে মারা যায়, আমরা দু'ভাই আমার বড় ভাই এম,বি,এ করছে (ঢাকায়) ঢাকা চট্টগ্রাম মহা সড়কের কাছে (ভিক্টরীয়া মাজারগেইট, অলংকার পাহাড়তলী) আমাদের কিছু দোকান আছে , আমার বাবা মারা যাওযার পর এই দোকান গুলোই আমাদের বেচে থাকার একমাত্র অবলম্বন, এ ছাড়া আমাদের আর কোন সোর্স অফ ইনকাম নেই - এ দোকান গুলোর একজন ভাড়াটিয়া চাচ্ছে দোকান গুলোর ভাড়া না বাড়ানোর াজুহাত উঠিয়ে তা জোরকরে দখল করতে চাচ্ছে, আমাদেরকে দোকানের কাছে যেতে দেয় না এবং আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে বলে ভাড়া চাইতে আসলে মেরে ফেলবো এই ব্যাপারে দোকান মালিক সমিতিকে আমরা অবহিত করি তারাও আমাদের পক্ষে রায় দেয়, কিন্ত উক্ত ভাড়াটিয়া দোকান মালিক সমিতির রায় মানে না, স্থানীয় কমিশনারকে জানাই এবং তিনি বিচার করে একটি রায় লিখিত আকারে দেয় কিন্ত তারা তা মানেন না, বিষয়টি আমরা থানায় জানাই থানার কোন সিদ্ধান্তও সে মানছেন না - কারন তিনি প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন তিনি মন্ত্রী আবসারুল আমীন এবং হাসান মাহমুদের নিকট আন্তীয়, আর এই আন্তীয়তার খুটুর জোরে সে আমাদের দোকান গুলো দখলের চেষ্টা করছেন, থানার পুলিশ, নেতা সবাই তাদের ভক্ত, আর তাদের টাকার জোরও অনেক, আমাদের টাকাও নেই ক্ষমতাও নেই - আমরা এতিম, আর দোকানের ভাড়া না পাওযায় আমরা অনির্চয়তা এবং গভীয় সঙকটের মধ্যে আছি, কেহ আমাদের সাহায্যে এগিয়ে আসতে পারে না, মন্ত্রী আন্তীয়দের পরিচয় দানকারী এই ভাড়াটিয়ার ভয়ে, কথায় বলে জোর যার মুল্লুক তার, আমরা কী মঘের মুল্লুকে বসবাস করছি? আমাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো না থাকায় আমরা কিছু করতে বা বুঝতে পারছি না, তাদের পক্ষে স্থানীয় ২ জন মন্ত্রী পরিচয়ে এবং আদের ভাই পরিচয়ে , আন্থীয় স্বজন, নেতারা ভাড়াটিয়ার পক্ষ নেয়ায় আমরা আরো বিপদের মধ্যে আছি, আমরা জানি না আমরা এখন কি করবো? বিভিন্ন ফোরামে লিখে সাংবাদিক এবং আইন বুঝে এমন লোকের সাহায্য চাইতে - তাই আমি সকলের উপদেশ চাই - এখানে কোন সাংবাদিক থাকেন তবে আমি তার সাহায্য চাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।