নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
ব্লগে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বির্তক একটি খুব সাধারন ব্যাপার।
কোনভাবেই একে বাদ দেয়া সম্ভব নয়। এটাই স্বাভাবিক আর তাই বলেই আমরা ব্লগাররা একে অন্যের পরিচিত আর অপরিচিত হই না কেন যে কোন বিষয়ে নিজের যুক্তিকে উপস্থাপন করতে কোন দ্বিধা করিনা।
কোন সময় ব্লগে সমর্থন আবার অসমর্থন নিয়ে তুমুল বাক বিতন্ডা চলে। ঠিক আছে, তা প্রকাশ পায় ব্লগে লেখা পোষ্ট করে।
সেখানে পক্ষ বিপক্ষ থাকে, থাকে যার যার স্বপক্ষে যুক্তি।
আমার প্রস্তাবনার বিষয়টি হচ্ছে ব্লগে " poll create " করা অর্থ্যাৎ কোন বিষয়ে সকল ব্লগারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের জন্য poll create করে ভোট নেয়া। তাতে যারা অনেক সময় পোষ্টে কমেন্ট করেনা তার সহজেই ভোট দিয়ে প্রসঙ্গের পক্ষ বিপক্ষ নির্ধারন করতে পারে।
বর্তমান একটি আলোচিত বিষয় "কাষ্টমাইজেবল পেজ"
আমরা কি এ বিষয়ে একটি poll create করতে পারি।
বিষয়টি উপস্থাপনা মাত্র, বিষয়টি সমর্থনে উপর নির্ভর করবে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে।
বিষয়টি বিবেচনায় আপনারা মানে আমরা সকল ব্লগার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।