চায়নার শেষদিনে ভাবলাম একটু পার্ক টার্ক দেখে যাই । তাই সকাল সকাল ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম । উদ্দেশ্য উটং মাউন্টেন ন্যাশনাল পার্ক । এখানে চায়নার দ্বিতীয় বৃহত্তম পাহাড় অবস্হিত । কিন্তু ওখানে গিয়ে লোকজন এর উঠার প্রস্তুতি দেখে উঠার চিন্তা বাদ দিলাম ।
পরে ওখান থেকে গেলাম লেক অফ ইমট্রাল বোটানিকাল গার্ডেনস এ । এটি চায়নার অন্যতম সেরা পার্ক । বিশাল জায়গা জুড়ে অবস্হিত । অসাধারণ পার্ক । ঢুকতে ২০ আর এম বি লাগে ।
আর বিশেষ করে লেক এর পাড়ের বাড়িগুলো জটিল । দেখলেই শান্তি শান্তি লাগে । সেনজেন গেলে এই পার্ক দেখা অবশ্য কর্তব্য ।
উটং মাউন্টেন ন্যাশনাল পার্ক এর প্রবেশপথ
উটং মাউন্টেন ন্যাশনাল পার্ক এর প্রবেশপথ এর মূর্তি
উটং মাউন্টেন ন্যাশনাল পার্ক এর প্রবেশপথ
লেক অফ ইমট্রাল বোটানিকাল গার্ডেনস এর প্রবেশপথ
লেক অফ ইমট্রাল বোটানিকাল গার্ডেনস এর একটি মূর্তি
একটি মূর্তি
লেক অফ ইমট্রাল বোটানিকাল গার্ডেনস এর একটি ব্রীজ, উইকিট্রাভেল এ এটি দেখা যায় ।
অন্য এ্যাঙ্গেল থেকে
লেকের পাড়ের বাড়ি
লেকের পাড়ের বাড়ি-২
ধরিব মৎস্য খাইব সুখে
আরেকটি গেট
ওখানকার সবচেয়ে উচু টেম্পল এর প্রবেশপথ এর মূর্তি
ওখানকার সবচেয়ে উচু টেম্পল
টেম্পল এর উপর থেকে তোলা ছবি
টেম্পল এর উপর থেকে তোলা ছবি
টেম্পল এর উপর থেকে তোলা ছবি -৩
টেম্পল এর উপর থেকে তোলা ছবি -৪
ড্রাগণ
জাহাজ বাড়ি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।