সেনজেন ইনস্টিটিউট অব অ্যাডভান্সড টেকনোলজি তাদের ১৩-টি অ্যাকাডেমিক বিষয়ে মাস্টার্স এবং পি.এইচ.ডি স্তরে পড়াশুনার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের স্কলারশীপ প্রদান করবে। মাস্টার্স স্তরে পড়াশুনার জন্য বিষয় সমূহ হলো Physical chemistry, biochemistry and molecular biology, signal and information processing, pattern recognition and intelligent system, computer application technology, materials engineering, electrical and communication engineering, control engineering, computer technology, biological engineering এবং পি.এইচ.ডি স্তরে বিষয় সমূহ হলো Pattern recognition and intelligent system, computer application technology। যদি আবেদন করতে ইচ্ছুক হোন, এই ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্যাবলী এবং আবেদন প্রক্রিয়া জেনে নিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।