সময় গেলে সাধন হবে না। আমার এক কোলকাতা ফেরত বন্ধুর কাছে এক চরম মজার কথা শুনে ভাবলাম এটা শেয়ার না করলেই নয়।কোলকাতাবাসীর ক্ৃপনতার কথা কমবেশী সবাই জানে।কিন্তু এতটা জানা ছিল না। আমার ঐ বন্ধু পেয়ারার দোকানে গিয়ে এক কেজি পেয়ারা কিনতে চাইলে দোকানী অবাক হয়ে জানতে চায় "দাদা, কত কেজি?" "এক কেজি"। তাও জেনো দোকানী বিশ্বাস করতে পারে না। শুধু তাই না আশেপাশের দোকান থেকেও অনেকে উকিঝুকি দিয়ে বন্ধুটিকে দেখতে থাকে।পরে জানা যায়, এক কেজি পেয়ারা কেউ কিনেনা।ওরা বিক্রি করে আর্ধেকটা (অর্ধেক)পেয়ারা তাও নুন ছিটিয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।