যখন আমি কোন সমস্যায় পড়ি তখনি এখানে লিখি আমার প্রায় সব সফটওয়ার এখন কে এম প্লেয়ার ওপেন করতে চাচ্ছে।
কিন্তু তা কি সম্ভব নাকি। একজনের কাজ তো আর আরেকজনকে দিয়ে হবেনা। তাই আমি এখন আমার পিসিতে কোন কাজই করতে পারছিনা। যে সফটওয়ার ওপেন করতে চাই না কেন সব কিছু কেএম প্লেয়ার নিয়ে পেজগি বাদাচ্ছে।
আমি আসলে শর্টকার্টের প্রোপার্টিস নিয়ে কেমনজানি ঘাটাঘাটি করছিলাম। তারপর থেকে এই সমস্যা। আগেও একবার হয়েছিল তখন আবার উইন্ডোজ দিয়ে নিস্তার পেয়েছিলাম। কিন্তু এবার উইন্ডোজ দিলে একটু অসুবিধা হবে তাই উইন্ডোজ না দিয়েই সমস্যাটার সমাধান চাচ্ছিলাম।
মূলত .lnk এক্সটেনসনের যত ফাইল আছে সবারই প্রোপার্টিস চেন্জ হয়ে এই অবস্তা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।