এডিট করুন প্রথমে এই পোষ্টটা দেখলে ভাল হয়। বুঝতে সুবিধা হবে।
ঢেকি পোষ্টঃ কিভাবে আপনার ম্যাকবুকে উইন্ডোজ ইন্সটল করবেন।
১) প্রথমে বুট ক্যাম্প দিয়া পার্টিশন করতে হবে উইন্ডোজের জন্য, কিন্তু উইন্ডোজ ইন্সটল করা যাবে না।
২) এরপরে ম্যাকের ওএস এক্সে রিফিট ইন্সটল এবং কার্যকর করতে হবে।
অর্থাত কাজ করে কিনা দেখতে হবে।
৩) এরপরে ম্যাকের ডিভিডি ঢুকাইয়া রিষ্টার্ট মারতে হবে। তারপরে ডিস্ক ইউটিলিটিজ থিকা লিনাক্সের জন্য পার্টিশন বানাইতে হবে জে এফ + ফরম্যাটে। জায়গা নিতে হবে ম্যাকের পার্টিশন থিকা, উইন্ডোজের না।
৪) আবার রিবুট।
৫) এইবার উপরে উল্লেখিত ঢেকি পোষ্টটি অনুযায়ী উইন্ডোজ ইন্সটল করতে হবে এবং ম্যাকের ডিস্ক থিকা উইন্ডোজের ড্রাইভার ইন্সটল ও উইন্ডোজ রিবুট করতে হবে।
৬) এইবার লিনাক্সের ডিভিডি ঢুকাইয়া বুট করতে হবে।
**উল্লেখ্য rEFIt আপনাকে সিডি বা ডিভিডি অথবা হার্ডডিস্ক কোনটা থেকে বুট করতে চান সেই অপশন দিবে। আপনি কীবোর্ডের এরো আর এন্টার চাইপা বাকীটা করবেন।
৭) লিনাক্স ইন্সটলের সময় ম্যানুয়াল পার্টিশন সিলেক্ট কৈরা লিনাক্সের পার্টিশনে যাইয়া কিছু swap space দিয়া লিনাক্সের জন্য ফরমেট Ext4 করতে হবে কিন্তু এখনই ইন্সটল দেয়া যাবে না।
বুটলোডার হিসাবে লিনাক্সের ডিস্ক সিলেক্ট করতে হবে। এইটাই সবচেয়ে বড় ভুল। লিনাক্সের তিন নাম্বার ডিস্ক সিলেক্ট করতে হবে বুটলোডার হিসাবে। ভুলেও মূল ড্রাইভ সিলেক্ট করা যাবে না।
৮) ইন্সটল।
৯) রিবুট।
১০) কাজ শেষ।
(কিচ্ছু লেখতে পারতাছিনা, মাথায় কিছু আসতাছে না, তাই বহু দিন আগেই এই ড্রাফট করা অপ্রকাশিত পোষ্টটা আজকে প্রকাশ করলাম। ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।