আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেকিং নিউজঃ টিপাইমুখ বাধঁ নির্মানের প্রতিবাদে সিলেটে ১লা ডিসেম্বর সকাল সন্ধ্যা হরতাল (আপডেট আসছে)

তাশফী মাহমুদ টিপাইমুখ বাধঁ নির্মানের প্রতিবাদে সিলেটে ১লা ডিসেম্বর সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় মহানগর বি.এন.পি, এই সিধান্ত স্থানীয় মহানগর বি.এন.পি নিলেও ,বি.এন.পি এর হাই কমান্ড এখন এতে সম্মতি জানিয়েছে কিনা তা' জানা যাইনি...বি.এন.পি এর হাই কমান্ড এর বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে । বরাক নদে টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুত্ কেন্দ্র নির্মাণে ভারতের চুক্তির প্রতিবাদে আগামী ১ ডিসেম্বর সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী এ ঘোষণা দেন। প্রসঙ্গত, টিপাইমুখে বহুমুখী জলবিদ্যুত্ নির্মাণ চুক্তি সইয়ের বিষয়টি চূড়ান্ত হয় ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে। আর চুক্তি সই হয়েছে গত ২২ অক্টোবর।

অথচ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গত ৭ সেপ্টেম্বর ঢাকা সফরের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু টিপাইমুখে করা হবে না। যা করা হবে, আলোচনার মাধ্যমে করা হবে। ২০১০ সালের ১১ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময়ও একই প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। এদিকে গতকাল সোমবার রাত পর্যন্ত টিপাইমুখের প্রকল্প সম্পর্কে বাংলাদেশকে কোনো তথ্য জানায়নি ভারত। পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ আমরা ভারতের কাছ থেকে তথ্য পাওয়ার আশা করেছিলাম, কিন্তু তা পাইনি। ’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.